প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি বলেছেন, ইউক্রেনে তার যুদ্ধের উদ্দেশ্য হলো দেশটির সরকারের ‘অসামরিকীকরণ এবং নাৎসি মতাদর্শ থেকে তাদের বের করে নিয়ে আসা।’ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পুতিনের দাবি, ডোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের রুশভাষী মানুষের ওপর ‘গণহত্যা’ চালাচ্ছে ইউক্রেন। এই অঞ্চলটি সম্মিলিতভাবে ডনবাস নামে পরিচিত। ২০১৪ সাল থেকে ইউক্রেনের সেনাবাহিনী সেখানে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৪ সালে রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের ডনবাস অঞ্চলের কিছু অংশ দখলে নিয়ে সেখানে কথিত ডোনেস্ক এবং লুহানস্ক রিপাবলিক ঘোষণা করে। এ ঘটনায় অঞ্চলটিতে ব্যাপক আকারে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে সেনা সদস্য, বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী যোদ্ধাসহ প্রায় ১৪ হাজার মানুষ নিহত হয়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই অভিযান শুরুর কদিন আগেই পুতিন বলেন, ‘ডনবাসে এখন যা ঘটছে তা গণহত্যা।’ তবে সমালোচকরা বলছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনকে ন্যায্যতা দিতেই এমন দাবি করছেন পুতিন।
ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ পুতিনের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ