দ্য হুরিয়াত : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হওয়ার পর ওদেসা বন্দর ছেড়েছে প্রথম শস্যবোঝাই জাহাজ। সোমবার লেবাননের উদ্দেশে এ জাহাজ ইউক্রেনের বন্দর ওদেসা ত্যাগ করে। এর আগে ইউক্রেনীয় শস্য বহনকারী প্রথম জাহাজটি স্থানীয় সময় গতকাল সোমবার (১ আগস্ট) প্রথম প্রহরে কৃষ্ণ সাগরের ওডেসা বন্দর ছেড়ে যাবে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সিনিয়র উপদেষ্টা এবং মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছিলেন। খবর দ্য হুরিয়াতের। শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কো এবং কিয়েভের মধ্যে সরবরাহ করা খাদ্য করিডোর চুক্তিকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইব্রাহিম কালিন।
৩১ জুলাই, রবিবার, তুরস্কের বেসরকারি গণমাধ্যম কানাল ৭ কে দেওয়া এক সাক্ষাৎকারে কালিন বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি। আমরা রাশিয়ানদের সঙ্গেও কথা বলেছি। জাহাজগুলি ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। কালিন আরো বলেছিলেন, জাহাজগুলির স্থানাঙ্ক আন্তর্জাতিক এবং তুর্কি জলসীমায় থাকাকালীন যে প্রক্রিয়াগুলি ঠিক করা দরকার সে সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে। এখনও কিছু সমস্যা রয়েছে যা আমাদের রাশিয়ানদের সঙ্গে সমাধান করতে হবে। যদি আমরা আজ রাত পর্যন্ত তাদের সঙ্গে সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমরা বন্দর ছেড়ে যাওয়ার প্রথম জাহাজের জন্য প্রস্তুত হতে পারি। এরপরই কালিনের এক বিবৃতিতে জানা গেছে, তুরস্কের পতাকাবাহী প্রথম জাহাজটিতে ইতিমধ্যে শস্য বোঝাই করা হয়েছে এবং চুক্তির অংশ হিসাবে কৃষ্ণ সাগরে জাহাজের একটি কাফেলার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেন-রাশিয়ার মধ্যস্ততাকারী তুরস্ক এবং জাতিসংঘ। এর আগে ৩১ জুলাই, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডার কুরবাকভ এবং প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে ইউক্রেনীয় শস্য রপ্তানির স্থান হিসাবে মনোনীত তিনটি ইউক্রেনীয় বন্দরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ফোনে আলোচনা করেছিলেন। তারা নিশ্চিত করেন, সমস্ত প্রযুক্তিগত কাজ সম্পন্ন হয়েছে এবং প্রশাসনিক প্রচেষ্টাও সম্পন্ন করার পরে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন শুরু হতে পারে। তুরস্ক এবং ইউক্রেনীয় কর্মকর্তারাও ইস্তাম্বুলে তুরস্ক, রাশিয়া, ইউক্রেন এবং জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত যৌথ সমন্বয় কেন্দ্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রপ্তানি কার্যক্রমের সমস্ত পর্যায়ে কেন্দ্রটি দায়ী থাকবে।
ইউক্রেনের পণ্যবাহী প্রথম জাহাজ বন্দর ছেড়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ