আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কয়েকশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজ দেশের নাগরিকদের ‘অবিলম্বে’ রাশিয়া ত্যাগের জন্য আহ্বান জানিয়েছে ইউক্রেন। আল জাজিরা জানায়, বুধবার এক বিবৃতিতে ইউক্রেন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের আহ্বান জানায়। ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। সেখানে শান্তিরক্ষার নামে সেনা প্রেরণ করেছে রাশিয়া। রাশিয়ার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা। ইতোমধ্যে, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশের নাগরিকদের রাশিয়ায় যেকোনো ভ্রমণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন। এ ছাড়া,অবিলম্বে রাশিয়া ত্যাগের জন্যও বলেছেন। ইউক্রেন ৩৫১ জন্য রাশিয়ার নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তাদের বিরুদ্ধে ইউক্রেনে রুশ কর্মকা-ের সমর্থনের অভিযোগ করেছে ইউক্রেন। তারপরই নিজ দেশের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের আহ্বান জানায় দেশটি।