আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে একটি পশ্চিমা দেশের দেওয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ দাবি করেছেন, রবিবার সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দিনিপ্রো শহরের একটি হ্যাঙ্গারে থাকা ইউক্রেনের চারটি এস-৩০০ লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দেশটির ২৫ সেনাসদস্যও আহত হয়েছে। মস্কোর এমন দাবি অবশ্য নাকচ করে দিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা দফতরের দাবিকে গুজব হিসেবে আখ্যায়িত করেছে দেশটি। ইউক্রেনকে কোন দেশ থেকে এই এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হয়েছে সে বিষয়ে রাশিয়ার তরফে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি ইউক্রেনকে সোভিয়েত আমলের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করার ঘোষণা দিয়েছিল স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বলেছেন, রুশ আগ্রাসন মোকাবিলা তথা আত্মরক্ষার জন্য কিয়েভের অনুরোধে এগুলো দান করা হয়েছে। এর বদলে ন্যাটো মিত্রদের কাছ থেকে অতিরিক্ত সরঞ্জাম পাবে তার দেশ। স্লোভাকিয়া ইউক্রেনকে তার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দানের ঘোষণা দেওয়ার পরই দেশটিতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। একইসঙ্গে এটি অপারেট করার জন্য দেশটিতে মার্কিন সেনাসদস্যদেরও পাঠানোর ঘোষণা দেন তিনি।