ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ইউক্রেনের অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

  • আপডেট সময় : ১২:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, দক্ষিণ ওডেসা অঞ্চলের এসব গুদামে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সরবরাহকৃত অস্ত্রশস্ত্র রাখা হয়েছিল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় আর্মস ডিপো ধ্বংসের রুশ দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর রাশিয়ার পক্ষ থেকেও ঠিক কতটি অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে কিংবা সেখানে সুনির্দিষ্টভাবে কী অস্ত্র মজুত ছিল, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। সম্প্রতি ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে হামলা চালাতে রুশ বাহিনীকে নির্দেশ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেনে পশ্চিমাদের সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেননা, এসব অস্ত্র দিয়ে ইতোমধ্যেই রাশিয়ার সাপ্লাই লাইনে হামলা চালাতে শুরু করেছে কিয়েভ। ২৪ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আক্রমণ শুরুর পর প্রায় পাঁচ মাস হতে চললো। রুশ বাহিনী এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখ- দখল করেছে রাশিয়া।
রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা ইউক্রেনকে কয়েকশ’ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করেছে। এগুলোর মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবস্থা। কিয়েভের দাবি, যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রের প্রভাব পড়তে শুরু করেছে। ইতোমধ্যেই রাশিয়ার অন্তত ৩০টি সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ রাখার স্থানে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এসব হামলায় পশ্চিমাদের পাঠানো একাধিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেনের অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

আপডেট সময় : ১২:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, দক্ষিণ ওডেসা অঞ্চলের এসব গুদামে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সরবরাহকৃত অস্ত্রশস্ত্র রাখা হয়েছিল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় আর্মস ডিপো ধ্বংসের রুশ দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর রাশিয়ার পক্ষ থেকেও ঠিক কতটি অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে কিংবা সেখানে সুনির্দিষ্টভাবে কী অস্ত্র মজুত ছিল, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। সম্প্রতি ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে হামলা চালাতে রুশ বাহিনীকে নির্দেশ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেনে পশ্চিমাদের সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেননা, এসব অস্ত্র দিয়ে ইতোমধ্যেই রাশিয়ার সাপ্লাই লাইনে হামলা চালাতে শুরু করেছে কিয়েভ। ২৪ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আক্রমণ শুরুর পর প্রায় পাঁচ মাস হতে চললো। রুশ বাহিনী এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখ- দখল করেছে রাশিয়া।
রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা ইউক্রেনকে কয়েকশ’ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করেছে। এগুলোর মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবস্থা। কিয়েভের দাবি, যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রের প্রভাব পড়তে শুরু করেছে। ইতোমধ্যেই রাশিয়ার অন্তত ৩০টি সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ রাখার স্থানে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এসব হামলায় পশ্চিমাদের পাঠানো একাধিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে।