আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয়দের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তর করা হচ্ছে জানিয়ে দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বুধবার জাতিংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে জানা যায় গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে রুশ আগ্রাসনের শুরুর পর ৯ থেকে ১৬ লাখ ইউক্রেনীয়কে জিজ্ঞাসাবাদ, আটক এবং জোরপূর্বক নির্বাসন করেছে রাশিয়া। তিনি আরও বলেন, ইউক্রেনের অধিকৃত ভূখ- থেকে দখলদারের দেশে জোরপূর্বক স্থানান্তর বা নির্বাসন.. একটি যুদ্ধাপরাধ। তাহলে তারা এটি কেন করছে? এসময় জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া কাউন্সিলের সভাকে সময়ের অপচয় বলে বর্ণনা করেন। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগকে পশ্চিমা সমর্থকদের দ্বারা প্রকাশিত বিভ্রান্তিমূলক প্রচারণার একটি নতুন কৌশল উল্লেখ করেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে এর আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একই অভিযোগ আনেন।