ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫

ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড সামরিক সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

  • আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ডাউনিং স্ট্রিটে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এভাবেই আশ্বস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

জবাবে স্টারমারকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এমন বন্ধু থাকায় তাঁর দেশ খুব খুশি।

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর বৈঠকের পর ব্রিটেনে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১ মার্চ) ইউরোজোনের দেশগুলোর নেতাদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে অভিবাদন জানান।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাগ্বিতণ্ডার পর কোনো চুক্তি সই না করেই জেলেনস্কিকে চলে আসতে হয়েছে। তবে লন্ডনে স্টারমার-জেলেনস্কি ২২৬ কোটি পাউন্ডের একটি চুক্তি সই করেছেন। যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিহত করতে সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ওই অর্থ ঋণ হিসেবে দেবে যুক্তরাজ্য। রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার যেসব সম্পদ জব্দ করা হয়, যুক্তরাজ্য সেগুলোর মুনাফা থেকে ওই ঋণ পরিশোধ করে নেবে।

শনিবার (১ মার্চ) জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে কথা বলেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার (২ মার্চ) লন্ডনে ইউরোপের নেতাদের একটি শীর্ষ বৈঠক হবার কথা। সেখানে ইউরোপজুড়ে প্রতিরক্ষা বিষয়েও আলোচনা হবে। এ ছাড়া জেলেনস্কি ব্রিটিশ রাজা চার্লসের (তৃতীয়) সঙ্গে দেখা করবেন।

এসব বৈঠকে স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের ঘটনাবলির ছায়া পড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ার কারণে যে উদ্বেগ দেখা দিয়েছে, সেটা নিয়েও আলোচনা হবে।

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিজেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতুবন্ধ হিসেবে দেখাতে এবং কাজ করতে চাইছেন। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের শুক্রবারের বৈঠকের এক দিন আগে স্টারমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছিলেন। ওই বৈঠকে তিনি ট্রাম্পের হাতে রাজা চার্লসের একটি আমন্ত্রণপত্র তুলে দেন। ওই চিঠিতে ট্রাম্পকে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জেলেনস্কিকে বলেন, ‘যুক্তরাজ্যের জনগণ এগিয়ে আসছে, দেখাতে চাইছে তারা আপনাকে কতটা সমর্থন করে, তারা ইউক্রেনকে কতটা সমর্থন করে। যত দিন প্রয়োজন পড়বে, আমরা তত দিন আপনার এবং ইউক্রেনের পাশে আছি।’

জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, অনেক মানুষ এবং আমি আপনাকে, যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই এই যুদ্ধের একেবারে শুরু থেকে আমাদের এত বৃহৎ সমর্থন দিয়ে যাওয়ার জন্য।’

জেলেনস্কি আরো বলেছেন, রোববার রাজার সঙ্গে বৈঠক করার সুযোগ পেয়ে তিনি খুব খুশি হয়েছেন এবং ইউরোপীয় শীর্ষ বৈঠক আয়োজনের জন্য তিনি কৃতজ্ঞ।

ধারণা করা হয়, জেলেনস্কির অনুরোধেই যুক্তরাজ্য সরকার রাজা চার্লসের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন করেছে। স্টারমারের সঙ্গে বৈঠকের পর যুক্তরাজ্যের ‘অসাধারণ’ সমর্থনের প্রশংসা করেছেন জেলেনস্কি। বিশেষ করে তিনি ২২৬ কোটি পাউন্ডের ঋণ রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে শোধ করে নেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনে অস্ত্র তৈরি করতে ওই তহবিল ব্যবহার করা হবে। ইউক্রেন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ‘এটা সত্যিকারের ন্যায়বিচার। যিনি যুদ্ধ শুরু করেছেন, তাঁকেই এর মূল্য দিতে হবে।’ গত বছর অক্টোবরে যুক্তরাজ্য প্রথম (ইউক্রেনকে) এই ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জ্ঞান বিক্রির হাটে অগ্নিশঙ্কা

ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড সামরিক সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এভাবেই আশ্বস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

জবাবে স্টারমারকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এমন বন্ধু থাকায় তাঁর দেশ খুব খুশি।

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর বৈঠকের পর ব্রিটেনে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১ মার্চ) ইউরোজোনের দেশগুলোর নেতাদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে অভিবাদন জানান।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাগ্বিতণ্ডার পর কোনো চুক্তি সই না করেই জেলেনস্কিকে চলে আসতে হয়েছে। তবে লন্ডনে স্টারমার-জেলেনস্কি ২২৬ কোটি পাউন্ডের একটি চুক্তি সই করেছেন। যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিহত করতে সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ওই অর্থ ঋণ হিসেবে দেবে যুক্তরাজ্য। রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার যেসব সম্পদ জব্দ করা হয়, যুক্তরাজ্য সেগুলোর মুনাফা থেকে ওই ঋণ পরিশোধ করে নেবে।

শনিবার (১ মার্চ) জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে কথা বলেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার (২ মার্চ) লন্ডনে ইউরোপের নেতাদের একটি শীর্ষ বৈঠক হবার কথা। সেখানে ইউরোপজুড়ে প্রতিরক্ষা বিষয়েও আলোচনা হবে। এ ছাড়া জেলেনস্কি ব্রিটিশ রাজা চার্লসের (তৃতীয়) সঙ্গে দেখা করবেন।

এসব বৈঠকে স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের ঘটনাবলির ছায়া পড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ার কারণে যে উদ্বেগ দেখা দিয়েছে, সেটা নিয়েও আলোচনা হবে।

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিজেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতুবন্ধ হিসেবে দেখাতে এবং কাজ করতে চাইছেন। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের শুক্রবারের বৈঠকের এক দিন আগে স্টারমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছিলেন। ওই বৈঠকে তিনি ট্রাম্পের হাতে রাজা চার্লসের একটি আমন্ত্রণপত্র তুলে দেন। ওই চিঠিতে ট্রাম্পকে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জেলেনস্কিকে বলেন, ‘যুক্তরাজ্যের জনগণ এগিয়ে আসছে, দেখাতে চাইছে তারা আপনাকে কতটা সমর্থন করে, তারা ইউক্রেনকে কতটা সমর্থন করে। যত দিন প্রয়োজন পড়বে, আমরা তত দিন আপনার এবং ইউক্রেনের পাশে আছি।’

জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, অনেক মানুষ এবং আমি আপনাকে, যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই এই যুদ্ধের একেবারে শুরু থেকে আমাদের এত বৃহৎ সমর্থন দিয়ে যাওয়ার জন্য।’

জেলেনস্কি আরো বলেছেন, রোববার রাজার সঙ্গে বৈঠক করার সুযোগ পেয়ে তিনি খুব খুশি হয়েছেন এবং ইউরোপীয় শীর্ষ বৈঠক আয়োজনের জন্য তিনি কৃতজ্ঞ।

ধারণা করা হয়, জেলেনস্কির অনুরোধেই যুক্তরাজ্য সরকার রাজা চার্লসের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন করেছে। স্টারমারের সঙ্গে বৈঠকের পর যুক্তরাজ্যের ‘অসাধারণ’ সমর্থনের প্রশংসা করেছেন জেলেনস্কি। বিশেষ করে তিনি ২২৬ কোটি পাউন্ডের ঋণ রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে শোধ করে নেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনে অস্ত্র তৈরি করতে ওই তহবিল ব্যবহার করা হবে। ইউক্রেন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ‘এটা সত্যিকারের ন্যায়বিচার। যিনি যুদ্ধ শুরু করেছেন, তাঁকেই এর মূল্য দিতে হবে।’ গত বছর অক্টোবরে যুক্তরাজ্য প্রথম (ইউক্রেনকে) এই ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল।