ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েছে পশ্চিমারা

  • আপডেট সময় : ০১:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রুশ আগ্রাসন মোকাবিলায় সহায়তা হিসেবে পশ্চিমাদের কাছ থেকে যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলে হামলা জোরালো করেছে মস্কোর বাহিনী। আর এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো কিয়েভের জন্য নতুন অস্ত্র সরবরাহ করছে। এছাড়া ‘রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা’ বাড়ানোরও নতুন উদ্যোগ শুরু হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে ইউক্রেন সম্প্রতি যুদ্ধবিমান এবং এর যন্ত্রাংশ পেয়েছে। বিমান বাহিনীকে শক্তিশালী করতে এসব সামগ্রি দেওয়ার কথা জানানো হলেও সংখ্যা সম্পর্কে কোনও ধারণা দেয়নি পেন্টাগন। পশ্চিমা সহযোগীদের কাছে মিগ-১৯ যুদ্ধবিমান চেয়েছিল ইউক্রেন। দেশটির পাইলটেরা ইতোমধ্যেই এই বিমান ওড়াতে জানে আর পূর্ব ইউরোপের বহু দেশের কাছে এই বিমান রয়েছে। ডনবাস এবং অবরুদ্ধ মারিউপোলের নিয়ন্ত্রণ মস্কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব অঞ্ছল দখল করতে পারলে রাশিয়া ক্রিমিয়া উপত্যকার সঙ্গে করিডোর স্থাপন করতে পারবে। ২০১৪ সালে ক্রিমিয়া উপত্যকা দখল করে নেয় রাশিয়া।
মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরোধের সর্বশেষ শক্ত ঘাঁটি হয়ে উঠেছে চার বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত আজভস্টাল আইরন অ্যান্ড স্টিল ওয়ার্কস নামের একটি কারখানা।মারিউপোলের মেয়রের এক উপদেষ্টা জানিয়েছেন, ওই কারখানার অবস্থা ভয়াবহ। সেখানে আটকে পড়া দুই হাজারের বেশি মানুষের কাছে স্বাভাবিক খাবার পানি, খাবার এবং বিশুদ্ধ বাতাসও নেই। তবে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাভলো কিরিলেনকো জোর দিয়ে বলেছেন, ‘মারিউপোলে এখনও লড়াই চলছে। ডনেস্ক অঞ্চলের সামরিক প্রশাসন দেখভাল করা পাভলো কিরিলেনকো বলেন, শহরের ওপরে এখনও ইউক্রেনীয় পতাকা উড়ছে। নির্দিষ্ট কয়েকটি জেলায় রাজপথে লড়াই চলছে। বলা যাবে না রাশিয়ানরা তাদের নিয়ন্ত্রণ করছে।’ সূত্র: এএফপি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েছে পশ্চিমারা

আপডেট সময় : ০১:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রুশ আগ্রাসন মোকাবিলায় সহায়তা হিসেবে পশ্চিমাদের কাছ থেকে যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলে হামলা জোরালো করেছে মস্কোর বাহিনী। আর এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো কিয়েভের জন্য নতুন অস্ত্র সরবরাহ করছে। এছাড়া ‘রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা’ বাড়ানোরও নতুন উদ্যোগ শুরু হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে ইউক্রেন সম্প্রতি যুদ্ধবিমান এবং এর যন্ত্রাংশ পেয়েছে। বিমান বাহিনীকে শক্তিশালী করতে এসব সামগ্রি দেওয়ার কথা জানানো হলেও সংখ্যা সম্পর্কে কোনও ধারণা দেয়নি পেন্টাগন। পশ্চিমা সহযোগীদের কাছে মিগ-১৯ যুদ্ধবিমান চেয়েছিল ইউক্রেন। দেশটির পাইলটেরা ইতোমধ্যেই এই বিমান ওড়াতে জানে আর পূর্ব ইউরোপের বহু দেশের কাছে এই বিমান রয়েছে। ডনবাস এবং অবরুদ্ধ মারিউপোলের নিয়ন্ত্রণ মস্কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব অঞ্ছল দখল করতে পারলে রাশিয়া ক্রিমিয়া উপত্যকার সঙ্গে করিডোর স্থাপন করতে পারবে। ২০১৪ সালে ক্রিমিয়া উপত্যকা দখল করে নেয় রাশিয়া।
মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরোধের সর্বশেষ শক্ত ঘাঁটি হয়ে উঠেছে চার বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত আজভস্টাল আইরন অ্যান্ড স্টিল ওয়ার্কস নামের একটি কারখানা।মারিউপোলের মেয়রের এক উপদেষ্টা জানিয়েছেন, ওই কারখানার অবস্থা ভয়াবহ। সেখানে আটকে পড়া দুই হাজারের বেশি মানুষের কাছে স্বাভাবিক খাবার পানি, খাবার এবং বিশুদ্ধ বাতাসও নেই। তবে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাভলো কিরিলেনকো জোর দিয়ে বলেছেন, ‘মারিউপোলে এখনও লড়াই চলছে। ডনেস্ক অঞ্চলের সামরিক প্রশাসন দেখভাল করা পাভলো কিরিলেনকো বলেন, শহরের ওপরে এখনও ইউক্রেনীয় পতাকা উড়ছে। নির্দিষ্ট কয়েকটি জেলায় রাজপথে লড়াই চলছে। বলা যাবে না রাশিয়ানরা তাদের নিয়ন্ত্রণ করছে।’ সূত্র: এএফপি