ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

  • আপডেট সময় : ০২:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

রয়টার্স : ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে বাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন ৫০ লাখেরও বেশি ইউক্রেনীয়।
এই অবস্থায় ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ নিয়ে ইউক্রেনকে দেওয়া বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলারে।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, এই সহায়তার মধ্যে যুক্তরাজ্য থেকে আসছে ৫০০ মিলিয়ন ডলার ও ডেনমার্ক দিচ্ছে ৩০ মিলিয়ন ডলার। ঘোষিত ১৩ বিলিয়ন ডলারের মধ্যে ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার ইউক্রেনকে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের পূর্ব ইউরোপের আঞ্চলিক পরিচালক অরুপ ব্যানার্জি জানিয়েছেন, ইউক্রেনের পুনর্র্নিমাণ ও যুদ্ধ পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে ১০০ বিলিয়ন ডলার দরকার হবে।
প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আপডেট সময় : ০২:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

রয়টার্স : ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে বাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন ৫০ লাখেরও বেশি ইউক্রেনীয়।
এই অবস্থায় ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ নিয়ে ইউক্রেনকে দেওয়া বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলারে।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, এই সহায়তার মধ্যে যুক্তরাজ্য থেকে আসছে ৫০০ মিলিয়ন ডলার ও ডেনমার্ক দিচ্ছে ৩০ মিলিয়ন ডলার। ঘোষিত ১৩ বিলিয়ন ডলারের মধ্যে ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার ইউক্রেনকে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের পূর্ব ইউরোপের আঞ্চলিক পরিচালক অরুপ ব্যানার্জি জানিয়েছেন, ইউক্রেনের পুনর্র্নিমাণ ও যুদ্ধ পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে ১০০ বিলিয়ন ডলার দরকার হবে।
প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।