ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ইউক্রেইন সংকট নিয়ে আলোচনা করতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

  • আপডেট সময় : ০১:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পোল্যান্ড সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেইনে উদ্ভুত “মানবাধিকার পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের” বিষয়গুলোতে আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ যাবেন এবং সেখানে তিনি সেদেশের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শুক্রবার পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেইন থেকে ২০ লাখের বেশি শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার ব্রাসেলসে নেটো মিত্র, জি৭ জোট ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পরদিন পোল্যান্ড সফর করবেন বাইডেন। এছাড়া সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলবেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইউক্রেইন থেকে ৩২ লাখ মানুষ পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি করেছে। বিশ্ব সংস্থাটি আরও জানিয়েছে, পোল্যান্ডে আশ্রয় নেওয়া ২০ লাখ শরণার্থীর একটি অংশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য দেশগুলোতে আশ্রয় নিচ্ছে, তবে বেশিরভাগই ‘এখনও পোল্যান্ডেই আছে বলে ধারণা করা হচ্ছে’। হোয়াইট হাউস জানিয়েছে, আসছে বৃহস্পতিবার বাইডেন বেলজিয়ামের ব্রাসেলসে নেটোর একটি জরুরি সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি জি৭ জোটের বৈঠকেও অংশ নেবেন। এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি ইউক্রেইনে সফর করবেন না বলে জানিয়েছেন জেন সাকি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেইন সংকট নিয়ে আলোচনা করতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

আপডেট সময় : ০১:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পোল্যান্ড সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেইনে উদ্ভুত “মানবাধিকার পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের” বিষয়গুলোতে আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ যাবেন এবং সেখানে তিনি সেদেশের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শুক্রবার পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেইন থেকে ২০ লাখের বেশি শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার ব্রাসেলসে নেটো মিত্র, জি৭ জোট ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পরদিন পোল্যান্ড সফর করবেন বাইডেন। এছাড়া সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলবেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইউক্রেইন থেকে ৩২ লাখ মানুষ পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি করেছে। বিশ্ব সংস্থাটি আরও জানিয়েছে, পোল্যান্ডে আশ্রয় নেওয়া ২০ লাখ শরণার্থীর একটি অংশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য দেশগুলোতে আশ্রয় নিচ্ছে, তবে বেশিরভাগই ‘এখনও পোল্যান্ডেই আছে বলে ধারণা করা হচ্ছে’। হোয়াইট হাউস জানিয়েছে, আসছে বৃহস্পতিবার বাইডেন বেলজিয়ামের ব্রাসেলসে নেটোর একটি জরুরি সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি জি৭ জোটের বৈঠকেও অংশ নেবেন। এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি ইউক্রেইনে সফর করবেন না বলে জানিয়েছেন জেন সাকি।