প্রত্যাশা ডেস্ক : জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ইউক্রেইনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অন্তত ৫৩টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এগুলোর মধ্যে ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ রয়েছে বলে জানিয়েছে তারা, খবর বিবিসির।
ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থাপনার অবস্থান ইউক্রেইনের দুই বৃহত্তম শহর কিইভ ও খারকিভে, কিন্তু চেরনিহিভের অন্যতম প্রাচীন একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। “এটি সর্বশেষ তালিকা, কিন্তু এটাই সম্পূর্ণ নয়। কারণ আমাদের বিশেষজ্ঞরা এ ধরনের অনেক প্রতিবেদন যাচাই করে দেখছেন,” সংস্থাটির একজন মুখপাত্র এমনটি বলেছেন বলে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা তাকে উদ্ধৃত করে জানিয়েছে। ইউনেস্কো জানিয়েছে, কোন কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তা যাচাই করার জন্য তারা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাওয়া ছবি ও প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন ব্যবহার করছে।
ইউক্রেইনের ৫৩ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইউনেস্কো
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ