ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

ইউক্রেইনের ২ সেনা নিহতের খবর

  • আপডেট সময় : ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণে ২ সেনা নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেইনের পূর্বাঞ্চলে এসব ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার নিজেদের ফেইসবুক পেইজে জানিয়েছে তারা। চলতি বছর পূর্ব ইউক্রেইনে অস্ত্রবিরতি লংঘনের ঘটনায় এটিই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণের ৮৪টি ঘটনা রেকর্ড করেছে।
বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান থেকে ফ্রন্ট লাইন বরাবর প্রায় ৪০টি বসতিতে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে তারা।
পূর্বাঞ্চলে সহিংসতা উস্কে দেওয়ার জন্য প্রতিবেশী রাশিয়াকে দায় দিয়েছে ইউক্রেইন। পূর্ব ইউক্রেইনের দুটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং ওই অঞ্চলে সেনা পাঠানোর জন্য মস্কো এ সহিংসতাকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ তাদের।
ঘনীভূত হতে থাকা ইউক্রেইন সংকট একটি বড় যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা পশ্চিমা দেশগুলোর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেইনের ২ সেনা নিহতের খবর

আপডেট সময় : ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণে ২ সেনা নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেইনের পূর্বাঞ্চলে এসব ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার নিজেদের ফেইসবুক পেইজে জানিয়েছে তারা। চলতি বছর পূর্ব ইউক্রেইনে অস্ত্রবিরতি লংঘনের ঘটনায় এটিই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণের ৮৪টি ঘটনা রেকর্ড করেছে।
বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান থেকে ফ্রন্ট লাইন বরাবর প্রায় ৪০টি বসতিতে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে তারা।
পূর্বাঞ্চলে সহিংসতা উস্কে দেওয়ার জন্য প্রতিবেশী রাশিয়াকে দায় দিয়েছে ইউক্রেইন। পূর্ব ইউক্রেইনের দুটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং ওই অঞ্চলে সেনা পাঠানোর জন্য মস্কো এ সহিংসতাকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ তাদের।
ঘনীভূত হতে থাকা ইউক্রেইন সংকট একটি বড় যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা পশ্চিমা দেশগুলোর।