ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ইউএস ওপেনের ফাইনালে আলকারেস-রুড

  • আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে জিতে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ টিনএজার কার্লোস আলকারেস। ইউএস ওপেনের শিরোপা লড়াইয়ের তার প্রতিপক্ষ কাসপার রুড। সেমি-ফাইনালে বাংলাদেশ সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে হারিয়েছেন ১৯ বছর বয়সী আলকারেস। আরেক সেমি-ফাইনালে রাশিয়ার কারেন খাচানভকে ৭-৬ (৭-৫), ৬-২, ৫-৭, ৬-২ গেমে হারিয়েছেন নরওয়ের রুড। দুই জনের যে-ই রোববারের ফাইনালে জিতবেন তিনিই হবেন টেনিসের পুরুষ এককের নতুন নাম্বার ওয়ান। রাশিয়ার দানিল মেদভেদেভকে নিচে নামিয়ে শীর্ষে উঠবেন নতুন চ্যাম্পিয়ন। চলতি ইউএস ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নেন মেদভেদেভ।
অনেক দিন ধরেই গ্র্যান্ড স্ল্যামে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভাবা হচ্ছে আলকারেসকে। সেটাটা পূর্ণতা দেওয়া থেকে তিনি এখন কেবল এক জয় দূরে। সেটি করতে পারলে তিনি হবেন ২০০৫ সালে রাফায়েল নাদালের ফরাসি ওপেন জেতার পর সবচেয়ে কম বয়সী মেজরজয়ী। টিয়াফোকে চার ঘণ্টারও বেশি সময় স্থায়ী লড়াইয়ে নিজের দক্ষতা, সামর্থ্য ও সাহস দেখান আলকারেস। সঙ্গে নিশ্চিত করেন টানা তৃতীয় পাঁচ সেটের লড়াইয়ে জয়। সবশেষ যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে ২০০৬ সালের ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন অ্যান্ডি রডিক। দীর্ঘ খরা কাটানোর আশা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে ওঠেননি ২২তম বাছাই টিয়াফো। তিন মাসের ব্যবধানে ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে যাচ্ছেন ২২ বছর বয়সী রুড। গত ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউএস ওপেনের ফাইনালে আলকারেস-রুড

আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে জিতে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ টিনএজার কার্লোস আলকারেস। ইউএস ওপেনের শিরোপা লড়াইয়ের তার প্রতিপক্ষ কাসপার রুড। সেমি-ফাইনালে বাংলাদেশ সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে হারিয়েছেন ১৯ বছর বয়সী আলকারেস। আরেক সেমি-ফাইনালে রাশিয়ার কারেন খাচানভকে ৭-৬ (৭-৫), ৬-২, ৫-৭, ৬-২ গেমে হারিয়েছেন নরওয়ের রুড। দুই জনের যে-ই রোববারের ফাইনালে জিতবেন তিনিই হবেন টেনিসের পুরুষ এককের নতুন নাম্বার ওয়ান। রাশিয়ার দানিল মেদভেদেভকে নিচে নামিয়ে শীর্ষে উঠবেন নতুন চ্যাম্পিয়ন। চলতি ইউএস ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নেন মেদভেদেভ।
অনেক দিন ধরেই গ্র্যান্ড স্ল্যামে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভাবা হচ্ছে আলকারেসকে। সেটাটা পূর্ণতা দেওয়া থেকে তিনি এখন কেবল এক জয় দূরে। সেটি করতে পারলে তিনি হবেন ২০০৫ সালে রাফায়েল নাদালের ফরাসি ওপেন জেতার পর সবচেয়ে কম বয়সী মেজরজয়ী। টিয়াফোকে চার ঘণ্টারও বেশি সময় স্থায়ী লড়াইয়ে নিজের দক্ষতা, সামর্থ্য ও সাহস দেখান আলকারেস। সঙ্গে নিশ্চিত করেন টানা তৃতীয় পাঁচ সেটের লড়াইয়ে জয়। সবশেষ যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে ২০০৬ সালের ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন অ্যান্ডি রডিক। দীর্ঘ খরা কাটানোর আশা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে ওঠেননি ২২তম বাছাই টিয়াফো। তিন মাসের ব্যবধানে ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে যাচ্ছেন ২২ বছর বয়সী রুড। গত ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন তিনি।