আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংস্থা’ আখ্যা দিয়ে ইলন মাস্ক বলেছেন, এটি বন্ধ করে দেওয়া উচিত। এমন সময় তিনি এ ঘোষণা দিলেন, যখন মাস্কের প্রতিনিধিদের সংরক্ষিত গোপন নথি দেখার সুযোগ না দেওয়ায় সংস্থাটির দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংস্থাটি ‘বদ্ধ উন্মাদেরা’ চালাচ্ছেন। তিনি এ সংস্থার ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করছেন।
বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা এই মার্কিন সংস্থার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি মাস্ককে নজিরবিহীন ক্ষমতা দেওয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে।
ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেন, ‘ইউএসএআইডি “কিছু বদ্ধ উন্মাদ” মানুষের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা তাদের বের করে দিচ্ছি। এরপর আমরা সংস্থাটির বিষয়ে (ভবিষ্যৎ নিয়ে) সিদ্ধান্ত নেব।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও টেসলার মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডির প্রধান কার্যালয়ে ওই বিভাগের ব্যয়সংকোচন-সংক্রান্ত টাস্কফোর্সের সদস্যদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেননি নিরাপত্তা কর্মকর্তারা। এ ঘটনার পর গত রোববার (২ ফেব্রুয়ারি) ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংস্থা’ বলে আখ্যা দেন মাস্ক।
ইলন মাস্ক এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটি (ইউএসএআইডি) বন্ধ করে দেওয়ার সময় এসেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র না থাকায় ডিওজিইর কর্মকর্তাদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেননি ইউএসএআইডির নিরাপত্তা কর্মকর্তারা। এ কারণে ইউএসএআইডির নিরাপত্তা বিভাগের পরিচালক জন ভুরহিস এবং নির্বাহী ব্রায়ান ম্যাকগিলকে ছুটিতে পাঠানো হয়েছে।
সরকারি ব্যয়, আমলাতন্ত্র ও নিয়ন্ত্রণ কমানোর উদ্দেশ্যে ডিওজিই নামের এই বিভাগটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে গঠন করা হয়েছে। তবে এটি সরকারি কোনো বিভাগ নয়। ইউএসএআইডির নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিবাদের জড়ানোর পর একপর্যায়ে গোপন নথি সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে সক্ষম হন বিভাগের কর্মকর্তারা। এ বিষয়ে সর্বপ্রথম সিএনএন প্রতিবেদন প্রকাশ করে।
পদচ্যুত ইউএসএআইডি-র আরও কর্মী: ধনকুবের ইলন মাস্কের নিয়ন্ত্রণাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) প্রতিনিধিরা ইউএসএআইডি ভবনের সংরক্ষিত অংশে প্রবেশ করতে চাইলে তাদেরকে আটকানোর চেষ্টা করায় সংস্থাটির দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
ঘটনা সম্বন্ধে অবগত তিনটি সূত্র রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর দিয়েছে। আন্তর্জাতিক সহায়তার দায়িত্বে থাকা মার্কিন সংস্থা ইউএসএআইডি-র বিভিন্ন দায়িত্ব থেকে সম্প্রতি কয়েক ডজন কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই তালিকায় এ দুই নিরাপত্তা কর্মকর্তাও যুক্ত হলেন।
এমন এক সময়ে এ কাণ্ড ঘটল যখন ট্রাম্প প্রশাসন সংস্থাটির স্বাধীনতা খর্ব করতে চাইছে, এবং সম্ভবত একে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসতে চাইছে।
সংস্থাটির লেজিসলেটিভ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ব্যুরোর ৩০-এর কাছাকাছি কর্মী রাতারাতি তাদের ইমেইলে অ্যাক্সেস হারিয়ে ফেলেছেন বলে অন্তত ৫টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ছুটিতে পাঠানো ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মীর সংখ্যাও প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে।

























