ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ইউএনওর বাসায় হামলায় বরিশালের কাউন্সিলর ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদককে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গতকাল শনিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় বড় বোনের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে সাদা পোশাকধারীরা আওয়ামী লীগের এই নেতাকে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।
কাউন্সিলর মান্নার বড় বোন কানিজ ফাতেমা গণমাধ্যকে জানান, রাত ১০টার দিকে তার বাসায় একদল সাদা পোশাকধারী লোক এসে মান্নাকে নিয়ে যান। তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ঘটনায় বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকেও গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। আলোচিত এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১৮ আগস্ট (বুধবার) রাতে উপজেলা পরিষদ চত্বরে ব্যানার খোলাকে কেন্দ্র করে সিটি করপোরেশন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে ইউএনওর নির্দেশে গুলি ছোড়ে আনসার সদস্যরা। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেন। দুই মামলাতেই মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়। মোট আসামির সংখ্যা ৬০২ জন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউএনওর বাসায় হামলায় বরিশালের কাউন্সিলর ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদককে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গতকাল শনিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় বড় বোনের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে সাদা পোশাকধারীরা আওয়ামী লীগের এই নেতাকে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।
কাউন্সিলর মান্নার বড় বোন কানিজ ফাতেমা গণমাধ্যকে জানান, রাত ১০টার দিকে তার বাসায় একদল সাদা পোশাকধারী লোক এসে মান্নাকে নিয়ে যান। তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ঘটনায় বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকেও গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। আলোচিত এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১৮ আগস্ট (বুধবার) রাতে উপজেলা পরিষদ চত্বরে ব্যানার খোলাকে কেন্দ্র করে সিটি করপোরেশন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে ইউএনওর নির্দেশে গুলি ছোড়ে আনসার সদস্যরা। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেন। দুই মামলাতেই মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়। মোট আসামির সংখ্যা ৬০২ জন।