ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ইইউ প্রধানের সঙ্গে বৈঠক ন্যাটো মহাসচিবের

  • আপডেট সময় : ০১:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিলিত হন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাত নিয়ে কথা বলেন দুই নেতা। এছাড়া সামরিক সহযোগিতার নতুন চুক্তির প্রস্তুতি নিয়েও আলোচনা করেন তারা। বৈঠক শেষে টুইটারে দেওয়া পোস্টে দুই নেতা জানান, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে সহযোগিতার পরিমাণ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তারা। ন্যাটো এবং ইইউ-এর মধ্যে অব্যাহত সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন যৌথ ঘোষণায় সম্মত হওয়ার বিষয়েও কথা বলেন দুই নেতা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

ইইউ প্রধানের সঙ্গে বৈঠক ন্যাটো মহাসচিবের

আপডেট সময় : ০১:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিলিত হন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাত নিয়ে কথা বলেন দুই নেতা। এছাড়া সামরিক সহযোগিতার নতুন চুক্তির প্রস্তুতি নিয়েও আলোচনা করেন তারা। বৈঠক শেষে টুইটারে দেওয়া পোস্টে দুই নেতা জানান, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে সহযোগিতার পরিমাণ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তারা। ন্যাটো এবং ইইউ-এর মধ্যে অব্যাহত সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন যৌথ ঘোষণায় সম্মত হওয়ার বিষয়েও কথা বলেন দুই নেতা।