প্রযুক্তি ডেস্ক : পুরো ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে রাশিয়ার সরকার সমর্থিত সংবাদমাধ্যম ‘আরটি’ এবং ‘স্পুটনিক’-এর পেইজ ব্লক করে দিয়েছে ফেসবুক।
ইউক্রেইনে রাশিয়ার চলমান আগ্রাসনের প্রতিক্রিয়ায় সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর বিজ্ঞাপনী আয়ের পথও আটকে দিয়েছে শীর্ষ সামাজিক মাধ্যমটি।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইউরোপের বাজারে স্পুটনিক এবং আরটি’র পেইজ ব্লক করার ঘোষণা দিয়েছে সোমবার। ফলে, সংবাদমাধ্যমদুটির ফেসবুক ও ইনস্টাগ্রাম পেইজ ইউরোপের ব্যবহারকারীরা দেখতে পাবেন না বলে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে নিশ্চিত করেছেন মেটা’র মুখপাত্র অ্যান্ডি স্টোন।
মেটা’র পরপর একই পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভিডিও শেয়ারিংয়ের শীর্ষ প্ল্যাটফর্ম ইউটিউব। ইউক্রেইনে আগ্রাসনের কারণেই আরটি এবং স্পুটনিকের সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেলগুলোর প্রচার পুরো ইউরোপ জুড়েই বন্ধ রাখা হচ্ছে বলে ঘোষণা দিয়েছে গুগলের পরিচালিত প্রতিষ্ঠানটি।
“ইইউ এবং বেশ কয়েকটি দেশের সরকারের কাছ থেকে রাশিয়ার সরকার সমর্থিত সংবাদমাধ্যমগুলোর বিষয়ে আরো পদেক্ষেপ নেওয়ার অনুরোধ পেয়েছি”; সম্প্রতি টুইটারে বলেছেন মেটা’র বৈশ্বিক গণযোগাযোগে বিভাগের প্রেসিডেন্ট নিক ক্লেইগ।
“বর্তমান পরিস্থিতির ব্যতিক্রমি প্রকৃতির কারণে আমরা ইইউ জুড়ে আরটি ও স্পুটনিকের (পেইজে) প্রবেশাধিকার বন্ধ রাখতে যাচ্ছি।”
ইউক্রেইনে রাশিয়ার চলমান আগ্রাসনের প্রতিক্রিয়া মেটা’র সর্বশেষ পদক্ষেপ এটি। রোববারেই ইউক্রেইন থেকে বেশি কিছু অ্যাকাউন্টের প্রবেশাধিকার ‘সীমিত’ করার খবর দিয়েছেন ক্লেইগ। “এর মধ্যে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম পরিচালিত অ্যাকাউন্টও আছে।”
এরপর আরটি আর স্পুটনিকের পেইজ ব্লক করার ঘোষণায় রাশিয়ার বিপরীতে মেটা’র তৎপরতার পরিধি যেন আরো বাড়লো। অ্যাকাউন্টের প্রবেশাধিকার সীমিত করা এবং পেইজ ব্লক করার আগেই নিজস্ব প্ল্যাটফর্মে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলোর আয়ের পথ বন্ধ করেছে মেটা। নিজস্ব প্ল্যাটফর্মে ইউক্রেইনে রাশিয়ার দখলদারি অভিযান নিয়ে ভুয়া তথ্যের প্রচার চালাচ্ছিল– রাশিয়া থেকে পরিচালিত এমন একটি নেটওয়ার্ক মুছে দেওয়ার দাবিও করেছে প্রতিষ্ঠানটি। মেটা’র সাম্প্রতিক কর্মকা-ের উত্তরে পদক্ষেপ নিয়েছে রাশিয়াও। ফেসবুককে ‘আংশিক’ ব্লক করা হয়েছে রাশিয়ার বাজারে। নিজ ভূখ-ে মাইক্রোব্লগিং সেবা ‘টুইটার’ও ব্লক করেছে রাশিয়ার কর্তৃপক্ষ।
ইইউ-তে ‘আরটি’ ও ‘স্পুটনিক’ ব্লক করেছে ফেসবুক ও ইউটিউব
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ