ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ইংল্যান্ড দলে আবারও যোগ দিচ্ছেন স্টার্লিং

  • আপডেট সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দেশে বাসায় ডাকাতির খবরে বসে থাকতে পারেননি রহিম স্টার্লিং। বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থানরত দল ছেড়ে ইংল্যান্ডে ফিরে যান তিনি। কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে স্বস্তি নিয়ে আবার কাতারে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্টার্লিংয়ের ফেরার খবর নিঃসন্দেহে চাঙা করে তুলবে ইংল্যান্ডকে। শনিবার দুই দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। আগের দিন শুক্রবার ইংল্যান্ড স্কোয়াডে যোগ দেবেন স্টার্লিং, ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এই খবর দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছে, ‘পারিবারিক ঝামেলার কারণে চেলসি ফরোয়ার্ড সাময়িকভাবে চলে গিয়েছিল। এখন তিনি আবারও দলের সঙ্গে যোগ দেবেন। আশা করা হচ্ছে ফ্রান্সের সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগের দিন শুক্রবার তিনি আল ওয়াকরায় স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি।’ সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের দিন স্টার্লিং জানতে পারেন, তার সারের বাড়িতে ডাকাতি হয়েছে। ওই দিনই চলে যান দেশে। ওই সময় বাসায় ছিলেন তার বান্ধবী ও সন্তানরা। তাদের জন্য উদ্বেগের শেষ ছিল না তার। তাকে ছাড়া ম্যাচ খেলতে নেমে ৩-০ গোলে আফ্রিকানক চ্যাম্পিয়নদের হারায় থ্রি লায়নরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইংল্যান্ড দলে আবারও যোগ দিচ্ছেন স্টার্লিং

আপডেট সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : দেশে বাসায় ডাকাতির খবরে বসে থাকতে পারেননি রহিম স্টার্লিং। বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থানরত দল ছেড়ে ইংল্যান্ডে ফিরে যান তিনি। কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে স্বস্তি নিয়ে আবার কাতারে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্টার্লিংয়ের ফেরার খবর নিঃসন্দেহে চাঙা করে তুলবে ইংল্যান্ডকে। শনিবার দুই দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। আগের দিন শুক্রবার ইংল্যান্ড স্কোয়াডে যোগ দেবেন স্টার্লিং, ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এই খবর দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছে, ‘পারিবারিক ঝামেলার কারণে চেলসি ফরোয়ার্ড সাময়িকভাবে চলে গিয়েছিল। এখন তিনি আবারও দলের সঙ্গে যোগ দেবেন। আশা করা হচ্ছে ফ্রান্সের সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগের দিন শুক্রবার তিনি আল ওয়াকরায় স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি।’ সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের দিন স্টার্লিং জানতে পারেন, তার সারের বাড়িতে ডাকাতি হয়েছে। ওই দিনই চলে যান দেশে। ওই সময় বাসায় ছিলেন তার বান্ধবী ও সন্তানরা। তাদের জন্য উদ্বেগের শেষ ছিল না তার। তাকে ছাড়া ম্যাচ খেলতে নেমে ৩-০ গোলে আফ্রিকানক চ্যাম্পিয়নদের হারায় থ্রি লায়নরা।