ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয় দেখছেন চ্যাপেল

  • আপডেট সময় : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে ভারতীয় দল এখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারলেও জো রুটদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা আছে বিরাট কোহালিদের। এমনটাই মনে করেন । তিনি বলেছেন, ভারতের পেস বিভাগ বিশ্বমানের। তাই ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না। এক ক্রিকেট ওয়েবসাইটে নিজের কলামে চ্যাপেল লিখেছেন, ‘শেষ কয়েক বছরে ভারত বিশ্বমানের পেস বিভাগ তৈরি করেছে। তাই অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুই বারের সাক্ষাতে সিরিজ জিতেছে বিরাট-রাহানেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অন্যতম কারণ উন্নত পেস বিভাগ। ইংল্যান্ডের মাটি থেকেও টেস্ট সিরিজ জিতে কোহলিদের ঘরে ফেরার সম্ভাবনাই বেশি। পেস বিভাগ ভাল থাকলে তার প্রভাব দলে পড়বেই।’
চ্যাপেল যদিও মনে করেন, টেস্ট ফাইনালে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। তার কথায়, ‘নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর আরও একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে। যার পেস বিভাগ ভাল, তাদের জেতার সুযোগ সব চেয়ে বেশি। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে কেন উইলিয়ামসনরা। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নিল ওয়াগনার প্রমাণ করেছে, বিশ্বের অন্যতম সেরা পেস বিভাগের সদস্য তারা। শেষ দিনে স্নায়ুর চাপ সামলে ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।’ নিউজিল্যান্ডের চার পেসারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের চার পেসারের তুলনাও করেছেন চ্যাপেল। তিনি লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের পেস বিভাগের কথা নিশ্চয়ই কেউ ভোলেননি। ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং ও জোয়েল গার্নার একসময় ক্রিকেটবিশ্বে দাপিয়ে বেড়িয়েছে। নিউজিল্যান্ডের এই চার জনও বর্তমান ক্রিকেটবিশ্বে শাসন করে যাচ্ছে। তাদের কারণে দল অনেক বেশি ম্যাচে জয় পাচ্ছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল বন্ধ

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয় দেখছেন চ্যাপেল

আপডেট সময় : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে ভারতীয় দল এখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারলেও জো রুটদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা আছে বিরাট কোহালিদের। এমনটাই মনে করেন । তিনি বলেছেন, ভারতের পেস বিভাগ বিশ্বমানের। তাই ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না। এক ক্রিকেট ওয়েবসাইটে নিজের কলামে চ্যাপেল লিখেছেন, ‘শেষ কয়েক বছরে ভারত বিশ্বমানের পেস বিভাগ তৈরি করেছে। তাই অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুই বারের সাক্ষাতে সিরিজ জিতেছে বিরাট-রাহানেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অন্যতম কারণ উন্নত পেস বিভাগ। ইংল্যান্ডের মাটি থেকেও টেস্ট সিরিজ জিতে কোহলিদের ঘরে ফেরার সম্ভাবনাই বেশি। পেস বিভাগ ভাল থাকলে তার প্রভাব দলে পড়বেই।’
চ্যাপেল যদিও মনে করেন, টেস্ট ফাইনালে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। তার কথায়, ‘নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর আরও একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে। যার পেস বিভাগ ভাল, তাদের জেতার সুযোগ সব চেয়ে বেশি। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে কেন উইলিয়ামসনরা। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নিল ওয়াগনার প্রমাণ করেছে, বিশ্বের অন্যতম সেরা পেস বিভাগের সদস্য তারা। শেষ দিনে স্নায়ুর চাপ সামলে ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।’ নিউজিল্যান্ডের চার পেসারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের চার পেসারের তুলনাও করেছেন চ্যাপেল। তিনি লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের পেস বিভাগের কথা নিশ্চয়ই কেউ ভোলেননি। ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং ও জোয়েল গার্নার একসময় ক্রিকেটবিশ্বে দাপিয়ে বেড়িয়েছে। নিউজিল্যান্ডের এই চার জনও বর্তমান ক্রিকেটবিশ্বে শাসন করে যাচ্ছে। তাদের কারণে দল অনেক বেশি ম্যাচে জয় পাচ্ছে।’