ক্রীড়া ডেস্ক : অধিনায়ক হিসেবে সময়টা একদমই ভালো যাচ্ছে না জো রুটের। গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটের হারে টানা চতুর্থ টেস্ট সিরিজ হারল তার দল ইংল্যান্ড। টানা ৯ টেস্টে জয়ের মুখ দেখতে না পাওয়ায় তার নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তারপরও অধিনায়ক হিসেবে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ রুট। ২০১৭ সাল থেকে ইংল্যান্ডের নেতৃত্বে রুট। অধিনায়ক হিসেবে গত এক বছরে যে অভিজ্ঞতা হয়েছে, তা এক কথায় দুঃস্বপ্ন। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে মাত্র একটি জয় এবং ১১টি হার, ১৯৮০’র পর ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে পরিসংখ্যান। গত মৌসুমে ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে স্থগিত হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ২-১ এ পেছনে তারা। ৪-০ তে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজেও হার ১-০ ব্যবধানে। রুট হতাশ হচ্ছেন না, ‘এই দলকে সামনে এগিয়ে নিতে আমি এখনো খুবই উৎসাহী। ড্রেসিংরুমে সবার কাছ থেকে সমর্থন অনুভব করি আমি এবং আমি তাদের মুখে হাসি ও উদযাপন দেখতে উন্মুখ কারণ আমার মনে হয় না ওই মুহূর্তটি খুব বেশি দূরে।’
গ্রেনাডা টেস্টের তৃতীয় দিন ব্যাটিং ধসের মুখোমুখি হয় ইংল্যান্ড। ওই দিনের খেলা শেষে সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, রুটের উচিত সরে দাঁড়ানো। অ্যাশেজের পরও একই দাবির প্রেক্ষিতে অধিনায়ক বলেছিলেন, তিনি নেতৃত্বে থাকতে চান। আবারো একই প্রশ্নের মুখোমুখি হলেন উইন্ডিজ সিরিজ শেষে। রুট বললেন, ‘আমি এই বিষয়টি এরই মধ্যে খুব স্পষ্ট করে জানিয়েছি। আমার ক্ষমতা ও হাতে যা আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করতে পারি। ইংল্যান্ডকে ক্রিকেটে জেতাতে সহায়তা করতে আমার যা সামর্থ্য আছে আমি করব এবং এটা কখনো পরিবর্তন হবে না।’ অ্যাশলে জাইলস ও ক্রিস সিলভারউড পদত্যাগ করায় অ্যাশেজের পর থেকে ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান কোচের পদটি শূন্য হয়ে আছে। ক্যারিবিয়ান সফরে অন্তর্র্বতীকালীন হিসেবে এই দায়িত্বে আছেন অ্যান্ড্রু স্ট্রাউস ও পল কলিংউড। আগামী ২ জুন থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের পরের টেস্টের আগেই স্থায়ীভাবে কাউকে নিয়োগ দেওয়া হবে।
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে থাকতে চান রুট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ