ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ইংল্যান্ডকে রুখে দিল স্কটল্যান্ড

  • আপডেট সময় : ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : জিতলেই নিশ্চিত নকআউট পর্বের টিকেট-এমন ম্যাচে নিজেদের মেলে ধরতে পারল না ইংল্যান্ড। উজ্জীবিত পারফরম্যান্সে গ্যারেথ সাউথগেটের দলকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিল স্কটল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ৯টি শট নেওয়া ইংল্যান্ড লক্ষ্যে রাখতে পারে কেবল একটি। তাদের একটি প্রচেষ্টা অবশ্য বাধা পায় পোস্টে। স্কটল্যান্ডের ১১ শটের ২টি লক্ষ্যে ছিল। শুরু থেকে বল দখলে ইংল্যান্ড এগিয়ে থাকলেও প্রথম সুযোগটা পায় স্কটল্যান্ড। চতুর্থ মিনিটে স্টেফেন ও‘ডনেলের কাটব্যাকে ১০ গজ দূর থেকে চে অ্যাডামসের নেওয়া শট ঠেকান ডিফেন্ডার জন স্টোন্স। একাদশ মিনিটে এগিয়ে যেতে পারত ইংল্যান্ড, কিন্তু বাধ সাধে দুর্ভাগ্য। ম্যাসন মাউন্টের কর্নারে ছয় গজ বক্সে অনেকটা লাফিয়ে স্টোন্সের নেওয়া হেড লাগে পোস্টে। ২৯তম মিনিটে ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ান রিস জেমস। দৌড়ে গিয়ে ডাইভিং হেডে চেষ্টা করেন হ্যারি কেইন, কিন্তু বল লক্ষ্যে থাকেনি।
পরের মিনিটে দারুণ এক সেভে ইংল্যান্ডের ত্রাতা জর্ডান পিকফোর্ড। কাছ থেকে ও‘ডনেলের ভলি ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ফেরান এভারটনের এই গোলরক্ষক। লক্ষ্যে ম্যাচের প্রথম শট এটিই। ৪৮তম মিনিটে লক্ষ্যে একমাত্র শটটি নিতে পারে ইংল্যান্ড। মাউন্টের প্রচেষ্টা ফেরান গোলরক্ষক ডেভিড মার্শাল। ৫৫তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন জেমস। ৬৩তম মিনিটে আরেক দফা বেঁচে যায় ইংল্যান্ড। ডি-বক্সের ভেতর থেকে লিনডনের শট গোললাইন থেকে ফেরান জেমস। ৭৮তম মিনিটে আরেকটি সুযোগ পান অ্যাডামস। দুরূহ কোণ থেকে ভলিতে বল উড়িয়ে মারেন সাউথ্যাম্পটনের এই ফরোয়ার্ড। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ। গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ ড্র করে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেক রিপাবলিক। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। ১ পয়েন্ট করে নিয়ে ক্রোয়েশিয়া তিনে ও স্কটল্যান্ড চারে আছে। শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার চেক রিপাবলিকের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডকে রুখে দিল স্কটল্যান্ড

আপডেট সময় : ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : জিতলেই নিশ্চিত নকআউট পর্বের টিকেট-এমন ম্যাচে নিজেদের মেলে ধরতে পারল না ইংল্যান্ড। উজ্জীবিত পারফরম্যান্সে গ্যারেথ সাউথগেটের দলকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিল স্কটল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ৯টি শট নেওয়া ইংল্যান্ড লক্ষ্যে রাখতে পারে কেবল একটি। তাদের একটি প্রচেষ্টা অবশ্য বাধা পায় পোস্টে। স্কটল্যান্ডের ১১ শটের ২টি লক্ষ্যে ছিল। শুরু থেকে বল দখলে ইংল্যান্ড এগিয়ে থাকলেও প্রথম সুযোগটা পায় স্কটল্যান্ড। চতুর্থ মিনিটে স্টেফেন ও‘ডনেলের কাটব্যাকে ১০ গজ দূর থেকে চে অ্যাডামসের নেওয়া শট ঠেকান ডিফেন্ডার জন স্টোন্স। একাদশ মিনিটে এগিয়ে যেতে পারত ইংল্যান্ড, কিন্তু বাধ সাধে দুর্ভাগ্য। ম্যাসন মাউন্টের কর্নারে ছয় গজ বক্সে অনেকটা লাফিয়ে স্টোন্সের নেওয়া হেড লাগে পোস্টে। ২৯তম মিনিটে ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ান রিস জেমস। দৌড়ে গিয়ে ডাইভিং হেডে চেষ্টা করেন হ্যারি কেইন, কিন্তু বল লক্ষ্যে থাকেনি।
পরের মিনিটে দারুণ এক সেভে ইংল্যান্ডের ত্রাতা জর্ডান পিকফোর্ড। কাছ থেকে ও‘ডনেলের ভলি ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ফেরান এভারটনের এই গোলরক্ষক। লক্ষ্যে ম্যাচের প্রথম শট এটিই। ৪৮তম মিনিটে লক্ষ্যে একমাত্র শটটি নিতে পারে ইংল্যান্ড। মাউন্টের প্রচেষ্টা ফেরান গোলরক্ষক ডেভিড মার্শাল। ৫৫তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন জেমস। ৬৩তম মিনিটে আরেক দফা বেঁচে যায় ইংল্যান্ড। ডি-বক্সের ভেতর থেকে লিনডনের শট গোললাইন থেকে ফেরান জেমস। ৭৮তম মিনিটে আরেকটি সুযোগ পান অ্যাডামস। দুরূহ কোণ থেকে ভলিতে বল উড়িয়ে মারেন সাউথ্যাম্পটনের এই ফরোয়ার্ড। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ। গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ ড্র করে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেক রিপাবলিক। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। ১ পয়েন্ট করে নিয়ে ক্রোয়েশিয়া তিনে ও স্কটল্যান্ড চারে আছে। শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার চেক রিপাবলিকের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।