ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ইংলিশ শিবিরে ‘নতুন ভাইরাসের’ হানা, স্টোকসসহ আক্রান্ত ১৪ জন!

  • আপডেট সময় : ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডিতে আজ বৃহস্পতিবার থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে ইংলিশ শিবির হয়ে গেছে হাসপাতাল! অজানা ভাইরাসের আক্রমণে অধিনায়ক বেন স্টোকসসহ সফরকারি দলের ১৪ জন খেলোয়াড় এবং কোচকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। খবর বিবিসির। জানা গেছে, স্কোয়াডের ১৬ জন ক্রিকেটারের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধেকই। অনুশীলনে উপস্থিত ছিলেন কেবল পাঁচজন। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল ল্যাঙ্কাশায়ার অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। অন্যদিকে প্রায় ছয় বছর পর টেস্ট দলে ডাক পেয়ে স্বপ্নের জাল বুনছিলেন বেন ডাকেট। এই দুজনও অনুশীলন করতে পারেননি। তাই তাদের খেলার সম্ভাবনা কম।বুধবার ট্রেনিং সেশনে উপস্থিত ছিলেন কেবল জো রুট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ওলি পোপ আর কেটন জেনিংস। তাদের সঙ্গে ছিলেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামও। তার মানে এই ছয়জন আক্রান্ত হননি এখনও। তবে আক্রান্তের সংখ্যা অনেক হলেও স্বস্তির বিষয় হলো, তাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়নি। আশা করা যাচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যেই সেরে উঠতে পারবেন তারা। রাওয়ালপিন্ডি টেস্ট হবে পাকিস্তানের মাটিতে ১৭ বছরের মধ্যে ইংল্যান্ডের প্রথম টেস্ট। ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকে ইংল্যান্ড দল পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি। সেপ্টেম্বরে টি টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানে খেলা পুনরায় শুরু করে ইংল্যান্ড। যে সিরিজটি ৪-৩ ব্যবধানে জেতে সফরকারিরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইংলিশ শিবিরে ‘নতুন ভাইরাসের’ হানা, স্টোকসসহ আক্রান্ত ১৪ জন!

আপডেট সময় : ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডিতে আজ বৃহস্পতিবার থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে ইংলিশ শিবির হয়ে গেছে হাসপাতাল! অজানা ভাইরাসের আক্রমণে অধিনায়ক বেন স্টোকসসহ সফরকারি দলের ১৪ জন খেলোয়াড় এবং কোচকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। খবর বিবিসির। জানা গেছে, স্কোয়াডের ১৬ জন ক্রিকেটারের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধেকই। অনুশীলনে উপস্থিত ছিলেন কেবল পাঁচজন। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল ল্যাঙ্কাশায়ার অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। অন্যদিকে প্রায় ছয় বছর পর টেস্ট দলে ডাক পেয়ে স্বপ্নের জাল বুনছিলেন বেন ডাকেট। এই দুজনও অনুশীলন করতে পারেননি। তাই তাদের খেলার সম্ভাবনা কম।বুধবার ট্রেনিং সেশনে উপস্থিত ছিলেন কেবল জো রুট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ওলি পোপ আর কেটন জেনিংস। তাদের সঙ্গে ছিলেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামও। তার মানে এই ছয়জন আক্রান্ত হননি এখনও। তবে আক্রান্তের সংখ্যা অনেক হলেও স্বস্তির বিষয় হলো, তাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়নি। আশা করা যাচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যেই সেরে উঠতে পারবেন তারা। রাওয়ালপিন্ডি টেস্ট হবে পাকিস্তানের মাটিতে ১৭ বছরের মধ্যে ইংল্যান্ডের প্রথম টেস্ট। ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকে ইংল্যান্ড দল পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি। সেপ্টেম্বরে টি টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানে খেলা পুনরায় শুরু করে ইংল্যান্ড। যে সিরিজটি ৪-৩ ব্যবধানে জেতে সফরকারিরা।