ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আ.লীগ মাঠে নেমেছে, বিএনপিকে ‘গো ব্যাক পাকিস্তান’ করে দেবে: হানিফ

  • আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে দেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি আর কোনো দিন আসতে পারবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছে, তাদের ‘গো ব্যাক পাকিস্তান’ করে দেবে। গতকাল বৃহস্পতিবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাহবুবউল আলম হানিফ বলেন, রাজনীতি ছাড়ার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে বিএনপি নেতা তারেক রহমান। সেখান থেকে সে ঘোষণা দিয়েছে ‘টেক ব্যাক বাংলাদেশ’। দেশের মানুষ পেছনে ফিরে যেতে চায় না।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্বপ্নের পদ্মা সেতুসহ বিভিন্ন ধরনের উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রার এই ধারা বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে। ১০ ডিসেম্বরের পর এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়ার কথায় নাকি দেশ চলবে! এর বিরুদ্ধে আওয়ামী লীগ যখন মাঠে নেমেছে, তখন তারা ব্যাকফুটে চলে গেছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে নৌকা আকৃতির মঞ্চে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চালকদার এমপি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আ.লীগ মাঠে নেমেছে, বিএনপিকে ‘গো ব্যাক পাকিস্তান’ করে দেবে: হানিফ

আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে দেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি আর কোনো দিন আসতে পারবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছে, তাদের ‘গো ব্যাক পাকিস্তান’ করে দেবে। গতকাল বৃহস্পতিবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাহবুবউল আলম হানিফ বলেন, রাজনীতি ছাড়ার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে বিএনপি নেতা তারেক রহমান। সেখান থেকে সে ঘোষণা দিয়েছে ‘টেক ব্যাক বাংলাদেশ’। দেশের মানুষ পেছনে ফিরে যেতে চায় না।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্বপ্নের পদ্মা সেতুসহ বিভিন্ন ধরনের উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রার এই ধারা বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে। ১০ ডিসেম্বরের পর এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়ার কথায় নাকি দেশ চলবে! এর বিরুদ্ধে আওয়ামী লীগ যখন মাঠে নেমেছে, তখন তারা ব্যাকফুটে চলে গেছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে নৌকা আকৃতির মঞ্চে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চালকদার এমপি।