নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল ও সার্থক করতে র্যালি করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে র্যালিতে অংশ নেন সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। এসময় শেখ শাহ আলম বলেন, আগুন সন্ত্রাস নাশকতা ও নৈরাজ্যের দিন শেষ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই দেশে জঙ্গি সন্ত্রাস করে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনউদ্দিন পাঠানের উপস্থাপনায় বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক প্রযোজক অনুপ কুমার বড়ুয়া, সঙ্গীতশিল্পী এস বিজয়, আলডি সরকার, সাংস্কৃতিক সম্পাদক লাভলী, রাজিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক অমর সাংগঠনিক সম্পাদক শায়লা আক্তার, অর্থ সম্পাদক রাজিয়া বেগম, চট্টগ্রাম সিটি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু তাহের চট্টগ্রাম সিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ আলম প্রমুখ।