বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদের পরিচালনায় ‘আ ব্লেসড ম্যান’ নামের ছবিটিতে তাহসান রহমান খান ও আজমেরী হক বাঁধেই থাকছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল বক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক পিপলু আর খান। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে তাহসান-বাঁধনকে নিয়েই ‘আ ব্লেসড ম্যান’ নির্মিত হবে।
গত বছরের শেষ দিকে এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তাহসান এবং বাঁধন। প্রথমবার কোনো চলচ্চিত্রে জুটি বাঁধলেন তারা। চুক্তির কয়েকদিনের মধ্যেই ‘আ ব্লেসড ম্যান’-এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এ সংক্রান্ত কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তারই জেরে সম্প্রতি খবর প্রকাশ হয়, ছবিটিতে তাহসান বা বাঁধনের মধ্যে একজন থাকছেন না।
তবে এই খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রযোজক পিপলু আর খান। তার কথায়, তাহসান এবং বাঁধনকে কেন্দ্র করেই ছবিটির নির্মাণকাজ শুরুর যাবতীয় আয়োজন চলছে। তিনি বলেন, ‘কোভিড পরবর্তী বাস্তবতা, চিত্রনাট্যের পরিবর্তন ও পরিবর্ধন এবং ডেট সংক্রান্ত ঝামেলার কারণে হয়তো দুই-তিন মাস পর শুটিং করতে যাচ্ছি। তবে সবাইকে আশ্বস্ত করতে চাই, সব ঠিকঠাক থাকলে তাহসান ও বাঁধনকে নিয়েই ছবিটি নির্মিত হবে।’
গত বছরের নভেম্বরে এক ভিডিও বার্তায় এ ছবিতে অভিনয়ের কথা জানিয়েছিলেন গায়ক ও অভিনেতা তাহসান। তিনি বলেছিলেন, ‘নতুন একটি সুখবর দিচ্ছি। নতুন ছবি ‘আ ব্লেসড ম্যান’-এর শুটিং শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। এ ছবিতে কাজ করছেন বিশ্ব জয় করে আসা আজমেরী হক বাঁধন। সঙ্গে আছি আমি। ছবিটি নিয়ে নির্মাতার সঙ্গে বসেছিলাম। আমি অনেক উৎফুল্ল। দারুণ চিত্রনাট্য।’
অন্যদিকে, অভিনেত্রী বাঁধনও একটি ভিডিও বার্তা দিয়েছিলেন ফেসবুকে। সেখানে তিনি বলেছিলেন, ‘ছবির গল্পটা আমার খুব পছন্দ হয়েছে। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার চরিত্র। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে এই ছবি। নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’
‘আ ব্লেসড ম্যান’-এ তাহসান-বাঁধনই থাকছেন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ