ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কাগিসো রাবাদাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। গোড়ালির চোট নিয়ে চলতি মাসে ব্রিস্টলে হতে যাওয়া এই সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, ‘তার (রাবাদা) বাঁ পায়ের গোড়ালির পর্যবেক্ষণ করেছে প্রোটিয়া মেডিকেল টিম। তার মেডিকেল ম্যানেজমেন্ট ও পুনর্বাসন চলতে থাকবে। এই মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুত করতে তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন রাবাদা। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলেন তিনি। প্রথম দুই ম্যাচে এক উইকেট নেন। তবে শেষ ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান এবং তার স্থলাভিষিক্ত হন আনরিখ নর্টিয়ে। ৩ ও ৫ আগস্ট ব্রিস্টলে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি। ১৭ আগস্ট থেকে হবে ইংল্যান্ড টেস্ট সিরিজ। কনুইয়ের ইনজুরির সঙ্গে এখনও লড়ছেন টেম্বা বাভুমা। তাই ছোট ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব থাকছে ডেভিড মিলারের কাঁধেই।
জনপ্রিয় সংবাদ