ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন রাবাদা

  • আপডেট সময় : ১০:৫৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

BRISTOL, ENGLAND - JULY 27: Kagiso Rabada of South Africa during the 1st Vitality T20 match between England and South Africa at Seat Unique Stadium on July 27, 2022 in Bristol, England. (Photo by Visionhaus/Getty Images)

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কাগিসো রাবাদাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। গোড়ালির চোট নিয়ে চলতি মাসে ব্রিস্টলে হতে যাওয়া এই সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, ‘তার (রাবাদা) বাঁ পায়ের গোড়ালির পর্যবেক্ষণ করেছে প্রোটিয়া মেডিকেল টিম। তার মেডিকেল ম্যানেজমেন্ট ও পুনর্বাসন চলতে থাকবে। এই মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুত করতে তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন রাবাদা। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলেন তিনি। প্রথম দুই ম্যাচে এক উইকেট নেন। তবে শেষ ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান এবং তার স্থলাভিষিক্ত হন আনরিখ নর্টিয়ে। ৩ ও ৫ আগস্ট ব্রিস্টলে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি। ১৭ আগস্ট থেকে হবে ইংল্যান্ড টেস্ট সিরিজ। কনুইয়ের ইনজুরির সঙ্গে এখনও লড়ছেন টেম্বা বাভুমা। তাই ছোট ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব থাকছে ডেভিড মিলারের কাঁধেই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়ারল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন রাবাদা

আপডেট সময় : ১০:৫৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কাগিসো রাবাদাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। গোড়ালির চোট নিয়ে চলতি মাসে ব্রিস্টলে হতে যাওয়া এই সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, ‘তার (রাবাদা) বাঁ পায়ের গোড়ালির পর্যবেক্ষণ করেছে প্রোটিয়া মেডিকেল টিম। তার মেডিকেল ম্যানেজমেন্ট ও পুনর্বাসন চলতে থাকবে। এই মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুত করতে তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন রাবাদা। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলেন তিনি। প্রথম দুই ম্যাচে এক উইকেট নেন। তবে শেষ ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান এবং তার স্থলাভিষিক্ত হন আনরিখ নর্টিয়ে। ৩ ও ৫ আগস্ট ব্রিস্টলে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি। ১৭ আগস্ট থেকে হবে ইংল্যান্ড টেস্ট সিরিজ। কনুইয়ের ইনজুরির সঙ্গে এখনও লড়ছেন টেম্বা বাভুমা। তাই ছোট ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব থাকছে ডেভিড মিলারের কাঁধেই।