ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

আড়াই দিনে ক্যারিবীয়দের হারাল প্রোটিয়ারা

  • আপডেট সময় : ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মাত্র আড়াই দিনেই ইনিংস ও ৬৩ রানে হেরেছে তারা। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্রোটিয়ারা। সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকা তাদের একমাত্র ইনিংসে ৩২২ রানে অলআউট হয়েছিল। দলের পক্ষে সর্বোচ্চ ১৪১ রান করেন কুইন্টন ডি কক। ১৭০ বলে ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৬০ রান করেন অ্যাইডেন মার্করাম। প্রথম ইনিংসে ৯৭ রান করা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬২ রানে। রোস্টন চেজ সর্বোচ্চ ৬২ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া অ্যানরিখ নরকিয়া নেন তিনটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন ডি কক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াই দিনে ক্যারিবীয়দের হারাল প্রোটিয়ারা

আপডেট সময় : ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মাত্র আড়াই দিনেই ইনিংস ও ৬৩ রানে হেরেছে তারা। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্রোটিয়ারা। সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকা তাদের একমাত্র ইনিংসে ৩২২ রানে অলআউট হয়েছিল। দলের পক্ষে সর্বোচ্চ ১৪১ রান করেন কুইন্টন ডি কক। ১৭০ বলে ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৬০ রান করেন অ্যাইডেন মার্করাম। প্রথম ইনিংসে ৯৭ রান করা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬২ রানে। রোস্টন চেজ সর্বোচ্চ ৬২ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া অ্যানরিখ নরকিয়া নেন তিনটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন ডি কক।