নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার প্রথম বেতনের পুরোটা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৫ হাজার টাকা স্থানান্তরের স্ক্রিনশট গত রোববার (৬ অক্টোবর) রাতে ফেসবুকে শেয়ার করে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে।
“দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।” এর আগে গত ২২ আগস্ট ফেসবুক পোস্টেই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে আসিফ লিখেছিলেন, “উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।”
গত আগস্টের মাঝামাঝি সময়ে দেশের দক্ষিণে-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার ধাক্কা কাটিয়ে না উঠতেই ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
এই বন্যায় অন্তত সোয়া লাখ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে দুই জেলাতেই অন্তত দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদীতে সৃষ্ট বন্যার পানি উজান থেকে নামতে শুরু করলেও ভাটির নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
আসিফ মাহমুদের প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে
জনপ্রিয় সংবাদ