ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আসিফ নজরুলের তালাবদ্ধ কক্ষে আরেকটি তালা

  • আপডেট সময় : ০১:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তান নিয়ে এক ফেইসবুক পোস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে ‘তালেবানের দালাল’ আখ্যায়িত করে তার কক্ষে তালা ঝুলিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা।
গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বিক্ষোভ সমাবেশ করার পর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা পাশের সায়েন্স এনেক্স ভবনে গিয়ে আসিফ নজরুলের তালাবদ্ধ কক্ষে আরও একটি তালা লাগিয়ে দেয়।
এই শিক্ষকের কক্ষের দরজার সামনে ‘দেশদ্রোহী’, ‘জঙ্গিবাদের মদদদাতা’, ও ‘জামাত-শিবিরের এজেন্ট’ লেখা পোস্টারও সাঁটয়ে দেয় তারা।
এই ঘটনায় ‘হতবাক’ হওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল বলেছেন, ভিন্নমত কারও থাকতেই পারে। কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার কারণ তিনি বুঝতে পারছেন না।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া আফগানদের দেখিয়ে আসিফ নজরুল ফেইসবুকে লিখেছিলেন, “সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।”
তার এই বক্তব্য উস্কানিমূলক দাবি করে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ার খান জয় শহীদ মিনারের সমাবেশে বলেন, “আমরা আপনাকে আবারও বলছি, আপনার যদি পাকিস্তানে যাওয়ার ইচ্ছা থাকে, পাসপোর্ট করে পাকিস্তান চলে যান। বাংলাদেশে থেকে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ অন্তত ছাত্রলীগ দেবে না।”
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, “আসিফ নজরুল বিভিন্ন সময় জামাত-শিবির ও জঙ্গিবাদীদের উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন।
“রাজু ভাস্কর্যের সামনে উনি বলেছেন- শিবির হলে কী হয়েছে? শিবির হলে কি তাকে মারতে হবে? আমরা বলে দিতে চাই, শিবির হলেই তাকে মারতে হবে।”
আসিফ নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রাজু ভাস্কর্যের সামনে আরেক সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “তালেবানের সমর্থনে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল প্রমাণ করেছেন, তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত।”
আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এই কর্মসূচিতে আসিফ নজরুলের কুশপুতুল পোড়ায় মুক্তিযুদ্ধ মঞ্চ।
আসিফ নজরুল সংবাদমাধ্যমকে বলেন, “আমি বলেছি সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে। এটার মধ্যে কী দোষের আছে, আমি বুঝতে পারছি না। আমি খুবই হতবাক।
“তারা যে অভিযোগ করছে, এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমি তাদের মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এই স্ট্যাটাস নিয়ে যদি এ ধরনের রিয়েক্ট করে, এতে বিস্মিত হওয়া ছাড়া উপায় নাই। আমি এর কোনো কার্যকরণ বুঝতে পারছি না।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আসিফ নজরুলের তালাবদ্ধ কক্ষে আরেকটি তালা

আপডেট সময় : ০১:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তান নিয়ে এক ফেইসবুক পোস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে ‘তালেবানের দালাল’ আখ্যায়িত করে তার কক্ষে তালা ঝুলিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা।
গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বিক্ষোভ সমাবেশ করার পর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা পাশের সায়েন্স এনেক্স ভবনে গিয়ে আসিফ নজরুলের তালাবদ্ধ কক্ষে আরও একটি তালা লাগিয়ে দেয়।
এই শিক্ষকের কক্ষের দরজার সামনে ‘দেশদ্রোহী’, ‘জঙ্গিবাদের মদদদাতা’, ও ‘জামাত-শিবিরের এজেন্ট’ লেখা পোস্টারও সাঁটয়ে দেয় তারা।
এই ঘটনায় ‘হতবাক’ হওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল বলেছেন, ভিন্নমত কারও থাকতেই পারে। কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার কারণ তিনি বুঝতে পারছেন না।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া আফগানদের দেখিয়ে আসিফ নজরুল ফেইসবুকে লিখেছিলেন, “সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।”
তার এই বক্তব্য উস্কানিমূলক দাবি করে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ার খান জয় শহীদ মিনারের সমাবেশে বলেন, “আমরা আপনাকে আবারও বলছি, আপনার যদি পাকিস্তানে যাওয়ার ইচ্ছা থাকে, পাসপোর্ট করে পাকিস্তান চলে যান। বাংলাদেশে থেকে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ অন্তত ছাত্রলীগ দেবে না।”
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, “আসিফ নজরুল বিভিন্ন সময় জামাত-শিবির ও জঙ্গিবাদীদের উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন।
“রাজু ভাস্কর্যের সামনে উনি বলেছেন- শিবির হলে কী হয়েছে? শিবির হলে কি তাকে মারতে হবে? আমরা বলে দিতে চাই, শিবির হলেই তাকে মারতে হবে।”
আসিফ নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রাজু ভাস্কর্যের সামনে আরেক সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “তালেবানের সমর্থনে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল প্রমাণ করেছেন, তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত।”
আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এই কর্মসূচিতে আসিফ নজরুলের কুশপুতুল পোড়ায় মুক্তিযুদ্ধ মঞ্চ।
আসিফ নজরুল সংবাদমাধ্যমকে বলেন, “আমি বলেছি সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে। এটার মধ্যে কী দোষের আছে, আমি বুঝতে পারছি না। আমি খুবই হতবাক।
“তারা যে অভিযোগ করছে, এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমি তাদের মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এই স্ট্যাটাস নিয়ে যদি এ ধরনের রিয়েক্ট করে, এতে বিস্মিত হওয়া ছাড়া উপায় নাই। আমি এর কোনো কার্যকরণ বুঝতে পারছি না।”