ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ক্ষমা চাওয়ার আহ্বান

আসিফ আকবরের বিরুদ্ধে ফুটবলারদের মৌন মিছিল

  • আপডেট সময় : ০৯:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গতকাল বুধবার জাতীয় স্টেডিয়াম এলাকায় মৌন মিছিল করেছেন সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিসিবির নতুন পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। এরপর থেকেই ফুটবলাঙ্গনে চলছে তীব্র সমালোচনা।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছেন।

জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় এসে মৌন মিছিলটি শেষ হয়। মিছিল শুরুর আগে জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক বলেছেন, আমাদের প্রতিবাদ মিছিলের পর আসিফ আকবর যদি কোনো পদক্ষেপ বা ব্যবস্থা না নেন তাহলে তিন দিনের মধ্যে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। এরপরই মারুফ বলেন, আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করবো। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেছেন, গতকালও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক যে কোনো ফুটবলারই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান, কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাঈদ হাসান কানন, সত্যজিত দাশ রুপু, গোলাম গাউস ও সাইফুর রহমান মনিসহ শতাধিক ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন।
মোহামডোন, রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ অনেকেই ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে নিজেদের উপস্থিতির জানান দেন।
সানা/আপ্র/১২/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ক্ষমা চাওয়ার আহ্বান

আসিফ আকবরের বিরুদ্ধে ফুটবলারদের মৌন মিছিল

আপডেট সময় : ০৯:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিসিবির নতুন পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। এরপর থেকেই ফুটবলাঙ্গনে চলছে তীব্র সমালোচনা।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছেন।

জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় এসে মৌন মিছিলটি শেষ হয়। মিছিল শুরুর আগে জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক বলেছেন, আমাদের প্রতিবাদ মিছিলের পর আসিফ আকবর যদি কোনো পদক্ষেপ বা ব্যবস্থা না নেন তাহলে তিন দিনের মধ্যে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। এরপরই মারুফ বলেন, আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করবো। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেছেন, গতকালও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক যে কোনো ফুটবলারই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান, কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাঈদ হাসান কানন, সত্যজিত দাশ রুপু, গোলাম গাউস ও সাইফুর রহমান মনিসহ শতাধিক ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন।
মোহামডোন, রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ অনেকেই ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে নিজেদের উপস্থিতির জানান দেন।
সানা/আপ্র/১২/১১/২০২৫