ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলি, নিহত ৬

  • আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে অন্তত ৬ ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় মেঘালয়ের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে ৪৮ ঘণ্টার জন্য। পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের মুখরোহ এলাকায় দুই রাজ্যের গোলাগুলিতে নিহতদের মধ্যে আসামের এক বন কর্মকর্তা রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
মেঘালয় সরকারের স্বরাষ্ট্র দফতরের জারি করা নোটিশে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মঙ্গলবার নিশ্চিত করেছেন মেঘালয়ের পাঁচজনসহ আসাম ফরেস্ট গার্ডের এক সদস্য নিহত হয়েছে। তিনি বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। মেঘালয় পুলিশ একটি এফআইএর নথিভুক্ত করেছে। মেঘালয় সরকার ঘটনার নিন্দা জানিয়েছে, আসাম পুলিশ ও আসাম ফরেস্ট গার্ডের সদস্যরা মেঘালয়ে প্রবেশ করে উসকানি ছাড়াই গুলি করে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মেঘালয় রাজ্য শিলং চেরি ব্লজম উৎসব বাতিল করেছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলি, নিহত ৬

আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে অন্তত ৬ ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় মেঘালয়ের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে ৪৮ ঘণ্টার জন্য। পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের মুখরোহ এলাকায় দুই রাজ্যের গোলাগুলিতে নিহতদের মধ্যে আসামের এক বন কর্মকর্তা রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
মেঘালয় সরকারের স্বরাষ্ট্র দফতরের জারি করা নোটিশে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মঙ্গলবার নিশ্চিত করেছেন মেঘালয়ের পাঁচজনসহ আসাম ফরেস্ট গার্ডের এক সদস্য নিহত হয়েছে। তিনি বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। মেঘালয় পুলিশ একটি এফআইএর নথিভুক্ত করেছে। মেঘালয় সরকার ঘটনার নিন্দা জানিয়েছে, আসাম পুলিশ ও আসাম ফরেস্ট গার্ডের সদস্যরা মেঘালয়ে প্রবেশ করে উসকানি ছাড়াই গুলি করে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মেঘালয় রাজ্য শিলং চেরি ব্লজম উৎসব বাতিল করেছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।