আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্ত সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে আসামের পুলিশ সদস্য ছয়জন ও একজন সাধারণ মানুষ। আহত হয়েছেন আরও ৭০ জনেরও বেশি।
বেশ কিছুদিন ধরেই সীমান্ত নিয়ে বিবাদ চলছে আসাম ও মিজোরামের। গত সোমবার তা ভয়াবহ রূপ নেয়। এদিনের সংঘর্ষে প্রাণহানির খবর জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
রয়টার্সকে তিনি বলেন, “আসাম-মিজোরাম সীমান্ত এলাকায় মিজোরাম থেকে দুবৃত্তরা গুলি ছুড়ায় আমাদের ছয় পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।”
ওদিকে, মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার এর জবাবে এক বিবৃতিতে বলেছেন, আসাম পুলিশ মিজোরামের সীমানায় ঢুকে পড়াতেই সংঘর্ষ শুরু হয়। দুপক্ষে হতাহতের ঘটনা “অত্যন্ত দুঃখজনক” বলে মন্তব্য করেন তিনি।
ভারতের এই দুই রাজ্যের সীমান্তে উত্তেজনা বেড়েছে গতমাস থেকে, যখন আসাম পুলিশ মিজোরামের বিরুদ্ধে তাদের এলাকায় অনুপ্রবেশের অভিযোগ তুলে পার্বত্যময় লায়লাপুর এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে অভিযোগ ওঠে।
সীমান্তে সংঘর্ষের জন্য দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই একে অপরকে দোষারোপ করেছেন। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হস্তক্ষেপের আবেদন জানিয়ে পাল্টাপাল্টি টুইটও করেছেন তারা। দুই মুখ্যমন্ত্রীই সংঘর্ষের ঘটনার ভিডিও শেয়ার করেছেন।
গত সোমবার সকালে আসামের চাঁচর জেলা ও মিজোরামের কোলাসিব জেলার স্থানীয় লোকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ভিডিওতে সশস্ত্র পুলিশের সঙ্গে লোকজনকে লড়াই করতে দেখা গেছে।
ভারতের প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আসামে ক্ষমতায় আছে। আর মিজোরামে ক্ষমতায় আছে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)।
দুই রাজ্যের মধ্যে সীমানা নিয়ে বিবাদ এই প্রথম নয়, গত জুন মাসেও সীমান্ত বিবাদে জড়িয়েছিল আসাম-মিজোরাম। সেবারও পরিস্থিতি হয়েছিল উত্তপ্ত।
আসাম-মিজোরাম সীমান্তে সংঘর্ষ, নিহত ৭
ট্যাগস :
আসাম-মিজোরাম সীমান্তে সংঘর্ষ
জনপ্রিয় সংবাদ