ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

আসামে ব্রহ্মপুত্রে দুই নৌকার সংঘর্ষে ১ মৃত্যু, নিখোঁজ ৩০

  • আপডেট সময় : ১১:১৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীতে অপর একটি জলযানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী নৌকা উল্টে অন্তত একজনের মৃত্যু ও ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, রাজ্যটির জোড়হাটের কাছে এ ঘটনার সময় যাত্রীবাহী ওই নৌকাটিতে ১২০ জন লোক ছিলেন। এ পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিছু লোক সাঁতরে তীরে পৌঁছান।
নিখোঁজদের সন্ধানে একটি ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে, স্থানীয় লোকজনও নৌকা নিয়ে এতে যোগ দিয়েছেন। “স্থানীয়দের ও অন্যান্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর সহায়তায় আমরা বহু লোককে উদ্ধার করেছি,” বলেছেন জোড়হাটের পুলিশ সুপার অঙ্কুর জৈন।
“আমরা একটি মেয়েকেও উদ্ধার করেছিলাম, কিন্তু সে বাঁচেনি। এখন পর্যন্ত এই একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা ৪২ জনকে উদ্ধার করেছি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।”
উল্টে যাওয়া নৌকাটি জোড়হাট থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছিল, অপরদিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে এটির সংঘর্ষ হয়। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিওতে সংঘর্ষের পর নৌকাটিকে উল্টে যেতে দেখা গেছে, এসময় কিছু লোক নদীতে ঝাঁপিয়ে পড়েন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ‘সম্ভাব্য সব চেষ্টা করা হবে’ বলে এক টুইটে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আসামে ব্রহ্মপুত্রে দুই নৌকার সংঘর্ষে ১ মৃত্যু, নিখোঁজ ৩০

আপডেট সময় : ১১:১৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীতে অপর একটি জলযানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী নৌকা উল্টে অন্তত একজনের মৃত্যু ও ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, রাজ্যটির জোড়হাটের কাছে এ ঘটনার সময় যাত্রীবাহী ওই নৌকাটিতে ১২০ জন লোক ছিলেন। এ পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিছু লোক সাঁতরে তীরে পৌঁছান।
নিখোঁজদের সন্ধানে একটি ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে, স্থানীয় লোকজনও নৌকা নিয়ে এতে যোগ দিয়েছেন। “স্থানীয়দের ও অন্যান্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর সহায়তায় আমরা বহু লোককে উদ্ধার করেছি,” বলেছেন জোড়হাটের পুলিশ সুপার অঙ্কুর জৈন।
“আমরা একটি মেয়েকেও উদ্ধার করেছিলাম, কিন্তু সে বাঁচেনি। এখন পর্যন্ত এই একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা ৪২ জনকে উদ্ধার করেছি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।”
উল্টে যাওয়া নৌকাটি জোড়হাট থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছিল, অপরদিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে এটির সংঘর্ষ হয়। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিওতে সংঘর্ষের পর নৌকাটিকে উল্টে যেতে দেখা গেছে, এসময় কিছু লোক নদীতে ঝাঁপিয়ে পড়েন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ‘সম্ভাব্য সব চেষ্টা করা হবে’ বলে এক টুইটে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।