নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরও পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আসামি মোজাম্মেল হোসেন ও বেলাল হোসেনকে তিন দিন করে; জহিরুল ইসলাম জুয়েল ও আরাফাত হোসেন সাব্বিরকে দুই দিন করে এবং পারভেজ হোসেনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা ৩০ মামলায় ২২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ পর্যন্ত ৪১ জনকে রিমান্ডে নেওয়া হয়েছ