ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

আসছে হৃদয় খানের ‘আবেগী এ মন’

  • আপডেট সময় : ০৭:৫৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার হৃদয় খানের নতুন গান ‘আবেগী এ মন’। যথারীতি এ গানটির সুর এবং সংগীতও তিনি করেছেন। গানটির কথা লিখেছেন মিলন মাহমুদ। হৃদয় খান বলেন, ‘এটি একটি রোমান্টিক ধাঁচের গান। এর একটি লিরিক ভিডিও নির্মাণ করা হয়েছে। একটি গানচিত্র নির্মাণেরও পরিকল্পনা আছে। করোনার সংক্রমণ কিছুটা কমলেই সেটির কাজ শুরু হবে।’ জনপ্রিয় এই গায়ক আরও জানান, গানচিত্রটি তিনি নিজেই পরিচালনা করবেন। শুটিং হবে আউটডোরে। আপাতত ‘আবেগী এ মন’ লিরিক ভিডিওটি শুক্রবার রাতে হৃদয় খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
হৃদয় খান আরও বলেন, ‘করোনা মহামারিতে মানুষের মনে আনন্দ নেই। গান শোনার মানসিকতাও নেই। তবুও গান ছাড়িনি। কারণ, রোগ-শোক জীবনেরই অংশ। সেই ভাবনা থেকেই ‘আবেগী এ মন’ গানটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’ এদিকে, হৃদয় খানের সুর ও সংগীতে ‘বদলে গেছি’ শিরোনামের নতুন আরেকটি গান তৈরি হয়েছে। সেটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী ঐশী। এটির মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন হৃদয় খান। গানটি আগামী ১৭ জুন প্রকাশিত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আসছে হৃদয় খানের ‘আবেগী এ মন’

আপডেট সময় : ০৭:৫৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

বিনোদন প্রতিবেদক : প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার হৃদয় খানের নতুন গান ‘আবেগী এ মন’। যথারীতি এ গানটির সুর এবং সংগীতও তিনি করেছেন। গানটির কথা লিখেছেন মিলন মাহমুদ। হৃদয় খান বলেন, ‘এটি একটি রোমান্টিক ধাঁচের গান। এর একটি লিরিক ভিডিও নির্মাণ করা হয়েছে। একটি গানচিত্র নির্মাণেরও পরিকল্পনা আছে। করোনার সংক্রমণ কিছুটা কমলেই সেটির কাজ শুরু হবে।’ জনপ্রিয় এই গায়ক আরও জানান, গানচিত্রটি তিনি নিজেই পরিচালনা করবেন। শুটিং হবে আউটডোরে। আপাতত ‘আবেগী এ মন’ লিরিক ভিডিওটি শুক্রবার রাতে হৃদয় খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
হৃদয় খান আরও বলেন, ‘করোনা মহামারিতে মানুষের মনে আনন্দ নেই। গান শোনার মানসিকতাও নেই। তবুও গান ছাড়িনি। কারণ, রোগ-শোক জীবনেরই অংশ। সেই ভাবনা থেকেই ‘আবেগী এ মন’ গানটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’ এদিকে, হৃদয় খানের সুর ও সংগীতে ‘বদলে গেছি’ শিরোনামের নতুন আরেকটি গান তৈরি হয়েছে। সেটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী ঐশী। এটির মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন হৃদয় খান। গানটি আগামী ১৭ জুন প্রকাশিত হবে।