প্রযুক্তি ডেস্ক : করোনা ভাইরাসের কারণে হোক বা অন্য কারণেই হোক— বাড়ি থেকে কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার যোগাযোগ ব্যবস্থা। আপনার ব্যবস্থাপক যেমন অফিসে সব সময় আপনার সঙ্গে যোগাযোগ রাখতে পারে, বাড়িতে বসে কাজের ক্ষেত্রেও তাই হওয়া উচিত। সেই ভাবনা থেকেই সিনেসিস আইটি পরিষ্কার যোগাযোগ ও বাইরের শব্দ মুক্ত ভার্চুয়াল অফিস কোলাবোরেশন প্ল্যাটফর্ম ‘কনভে’ আনতে যাচ্ছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্ল্যাটফর্মটি।
সিনেসিস আইটির গ্রুপ সিইও রূপায়ন চৌধুরী বলেন, ‘নিজেদের গবেষণায় আমাদের আরএনএন বেজড নয়েজ সাপ্রেশন সিস্টেম বানানোর ইচ্ছা ছিল না, এই ইনোভেশন আমাদের বাধ্য হয়ে আনতে হয়েছে।’
কনভের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘এই প্ল্যাটফর্মে অনায়াসে একসঙ্গে ৩০০ জন মিটিং করতে পারবেন। আমাদের লক্ষ্য ১২০০ হাজার জনের মিটিং হবে কনভেতে। পরীক্ষণমূলকভাবে সিনেসিসের কয়েকটি টিম কনভে ব্যবহার করছে। আগামী বছরের প্রথম প্রান্তিকে সীমিত কিছু প্রতিষ্ঠানের জন্য মার্কেটে আসবে কনভে।