ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

আসছে টিভিএসের ই-স্কুটার

  • আপডেট সময় : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে আসছে টিভিএসের নতুন বৈদ্যুতিক স্কুটার। যার নাম টিভিএস ক্রিওন। বাজারে এরই মধ্যে আইকিউব নামের একটি বৈদ্যুতিক স্কুটার রয়েছে সংস্থাটির। এবার একটি প্রিমিয়াম বৈদ্যুতিক স্কুটার আনতে চলেছে টিভিএস।
লুক ও ডিজাাইনের দিক থেকে এই স্কুটারটি আদ্যোপান্ত স্পোর্টি হতে চলেছে। স্লিক ফ্রেমের স্কুটারটিতে মাসকিউলার ফ্রন্ট ফেসিয়া, বড় ইনস্ট্রুমেন্ট প্যানেল, স্টেপ-আপ সিট ডিজাইন এবং ইন্টিগ্রেটেড গ্র্যাব রেইলস রয়েছে। এতে থাকবে রিয়ার-ভিউ মিরর। তিনটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এই স্কুটারে, যা সর্বাধিক ১২ কিলোওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে। মাত্র ৫.১ সেকেন্ডের মধ্যেই এই ই-স্কুটার প্রতি ঘণ্টায় ০-৬০ কিলোমিটার স্পিডে অ্যাক্সিলারেট করতে পারে। কানেক্টিভিটির জন্য স্কুটারটিতে টিভিএস স্মার্টকানেক্ট অ্যাপ সাপোর্ট দেওয়া হবে।
ক্র্যাশ অ্যালার্ট, জিও-ফেন্সিং অ্যালার্ট, নেভিগেশন অ্যালার্ট, লাস্ট-পার্কড লোকেশন, লাইভ ভেহিকল ট্র্যাকিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সাপোর্ট করবে। লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই স্কুটারে, যার পিক পাওয়ার ক্যাপাসিটি ১৬.৩১ পিএস। অত্যন্ত শার্প ডিজাইন দেওয়া হয়েছে স্কুটারটিতে। ব্লুটুথ এনাবলড এই ই-স্কুটারে একাধিক রাইডিং মোড থাকবে, চালকরা নিজেদের প্রয়োজনীয়তা অনুসারে সেই মোডগুলো পরিবর্তন করতে পারবেন। নিখুঁত ট্র্যাকিংয়ের জন্য জিপিএস, অ্যান্টি-থেফট সহযোগে আরও একাধিক সেফটি ফিচার্স রয়েছে স্কুটারটিতে। বিল্ট-ইন সফটওয়্যার দেওয়া হবে এই ই-স্কুটারে, যা আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করবে। পানি থেকে সুরক্ষার জন্য স্কুটারটি ওচ৬৭ রেটিং প্রাপ্ত। ধারণা করা হচ্ছে, এ বছরের অক্টোবরে লঞ্চ হবে এই স্কুটারটি। দাম হতে পারে ভারতীয় বাজারে ১ লাখ ২০ হাজার টাকা। সূত্র: ৯১ মোবাইলস

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসছে টিভিএসের ই-স্কুটার

আপডেট সময় : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে আসছে টিভিএসের নতুন বৈদ্যুতিক স্কুটার। যার নাম টিভিএস ক্রিওন। বাজারে এরই মধ্যে আইকিউব নামের একটি বৈদ্যুতিক স্কুটার রয়েছে সংস্থাটির। এবার একটি প্রিমিয়াম বৈদ্যুতিক স্কুটার আনতে চলেছে টিভিএস।
লুক ও ডিজাাইনের দিক থেকে এই স্কুটারটি আদ্যোপান্ত স্পোর্টি হতে চলেছে। স্লিক ফ্রেমের স্কুটারটিতে মাসকিউলার ফ্রন্ট ফেসিয়া, বড় ইনস্ট্রুমেন্ট প্যানেল, স্টেপ-আপ সিট ডিজাইন এবং ইন্টিগ্রেটেড গ্র্যাব রেইলস রয়েছে। এতে থাকবে রিয়ার-ভিউ মিরর। তিনটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এই স্কুটারে, যা সর্বাধিক ১২ কিলোওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে। মাত্র ৫.১ সেকেন্ডের মধ্যেই এই ই-স্কুটার প্রতি ঘণ্টায় ০-৬০ কিলোমিটার স্পিডে অ্যাক্সিলারেট করতে পারে। কানেক্টিভিটির জন্য স্কুটারটিতে টিভিএস স্মার্টকানেক্ট অ্যাপ সাপোর্ট দেওয়া হবে।
ক্র্যাশ অ্যালার্ট, জিও-ফেন্সিং অ্যালার্ট, নেভিগেশন অ্যালার্ট, লাস্ট-পার্কড লোকেশন, লাইভ ভেহিকল ট্র্যাকিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সাপোর্ট করবে। লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই স্কুটারে, যার পিক পাওয়ার ক্যাপাসিটি ১৬.৩১ পিএস। অত্যন্ত শার্প ডিজাইন দেওয়া হয়েছে স্কুটারটিতে। ব্লুটুথ এনাবলড এই ই-স্কুটারে একাধিক রাইডিং মোড থাকবে, চালকরা নিজেদের প্রয়োজনীয়তা অনুসারে সেই মোডগুলো পরিবর্তন করতে পারবেন। নিখুঁত ট্র্যাকিংয়ের জন্য জিপিএস, অ্যান্টি-থেফট সহযোগে আরও একাধিক সেফটি ফিচার্স রয়েছে স্কুটারটিতে। বিল্ট-ইন সফটওয়্যার দেওয়া হবে এই ই-স্কুটারে, যা আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করবে। পানি থেকে সুরক্ষার জন্য স্কুটারটি ওচ৬৭ রেটিং প্রাপ্ত। ধারণা করা হচ্ছে, এ বছরের অক্টোবরে লঞ্চ হবে এই স্কুটারটি। দাম হতে পারে ভারতীয় বাজারে ১ লাখ ২০ হাজার টাকা। সূত্র: ৯১ মোবাইলস