ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আসছে ‘আরআরআর-২’, ঘোষণা দিলেন রাজামৌলি

  • আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’ দিয়ে দর্শকদের মন জয় করার পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব আনার ঘোষণা দিলেন ভারতের অন্যতম প্রভাবশালী পরিচালক এস এস রাজামৌলি। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটির সিক্যুয়েল নিশ্চিত করেছেন তিনি। শিকাগোতে একটি সাম্প্রতিক ইভেন্টে চলচ্চিত্র নির্মাতা নিশ্চিত করেছেন যে তিনি এবং তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ বর্তমানে ‘আরআরআর’ এর দ্বিতীয় কিস্তির কাজ করছেন। পরিচালক আরো বলেছেন যে, তাঁর বাবা তাঁর সব কয়টি চলচ্চিত্রের গল্পের লেখক এবং তিনি বর্তমানে ‘আরআরআর’-এর গল্পে কাজ করছেন। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানাবেন পরিচালক। ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কোমারাম ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে নির্মিত ‘আরআরআর’। এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অস্কার মনোনয়নের দৌড়েও এগিয়ে ছিল এই ব্লকবাস্টার সিনেমাটি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আসছে ‘আরআরআর-২’, ঘোষণা দিলেন রাজামৌলি

আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’ দিয়ে দর্শকদের মন জয় করার পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব আনার ঘোষণা দিলেন ভারতের অন্যতম প্রভাবশালী পরিচালক এস এস রাজামৌলি। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটির সিক্যুয়েল নিশ্চিত করেছেন তিনি। শিকাগোতে একটি সাম্প্রতিক ইভেন্টে চলচ্চিত্র নির্মাতা নিশ্চিত করেছেন যে তিনি এবং তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ বর্তমানে ‘আরআরআর’ এর দ্বিতীয় কিস্তির কাজ করছেন। পরিচালক আরো বলেছেন যে, তাঁর বাবা তাঁর সব কয়টি চলচ্চিত্রের গল্পের লেখক এবং তিনি বর্তমানে ‘আরআরআর’-এর গল্পে কাজ করছেন। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানাবেন পরিচালক। ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কোমারাম ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে নির্মিত ‘আরআরআর’। এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অস্কার মনোনয়নের দৌড়েও এগিয়ে ছিল এই ব্লকবাস্টার সিনেমাটি।