নিজস্ব প্রতিবেদক : বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ তুলে নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা দুইটায় দাবি মানার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়।
এর আগে বেলা পৌনে ১১টায় মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বাসে হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন। গাড়ি থামিয়ে চালকের চাবি নিয়ে নেন তাঁরা। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন। তখন ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম জামে মসজিদের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা হাফ পাস ভাড়ার দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বাসস্ট্যান্ডের তিন দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট দেখা দিয়েছে ওই এলাকায়। তবে ওষুধ কোম্পানির গাড়ি, অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছে। বেলা দুইটায় মোহাম্মদপুর শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আসেন। তিনি শিক্ষার্থীদের দাবি দুদিনের মধ্যে মানার আশ্বাস দেন। এ আশ্বাসে শিক্ষার্থী অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়। অবরোধ শুরুর সময়ে মোহাম্মদপুর থেকে রামপুরায় চলাচলকারী স্বাধীন পরিবহন নামের একটি বাসের চালকের সহকারীর সঙ্গে মোহাম্মদপুর সরকারি কলেজের একদল শিক্ষার্থীর ভাড়া নিয়ে বাগ্বিত-া হয়। একপর্যায়ে বাসচালকের সহকারীকে শিক্ষার্থীরা মারধর করেন। পরে পুলিশের কাছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন চালকের ওই সহকারী। এরপর তিনি প্রজাপতি পরিবহন নামের একটি বাসে গিয়ে ওঠেন। তাঁকে বাস থেকে নামাতে না পেরে কিছু শিক্ষার্থী বাসটি ভাঙচুর করেন।
আমিও হাফ ভাড়া দিয়েছি: তথ্যমন্ত্রী : ছাত্রদের হাফ ভাড়ার দাবির বিষয়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিগুলো বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি নিজেও হাফ ভাড়া দিয়েছি। তখন অনেক ক্ষেত্রেই হাফ ভাড়া ছিল।
গতকাল সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি রাজধানীর শাহবাগে একজন সাংবাদিক নির্যাতনের শিকার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এটি দুঃখজনক ঘটনা। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিয়েছে। বিষয়টি আমরা মনিটরিং করছি। হাছান মাহমুদ বলেন, আমরা শিগগির সেট-টপ বক্স নিয়ে অংশীজনদের সঙ্গে অগ্রগতি পর্যালোচনা করবো। তারপর বলতে পারবো কতটুকু অগ্রগতি হয়েছে। আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে আসিনি। আমরা খুব সহসা ক্যাবল অপারেটরসহ অংশীজনদের সঙ্গে বসবো। জনগণের ওপর যাতে কোনও চাপ তৈরি না হয় এবং বেশি দামে যেন সেট-টপ বক্স কিনতে বাধ্য না করা হয় সে বিষয়টি আমরা মনিটর করবো বলেও জানান তথ্যমন্ত্রী।
হাফ পাস শিক্ষার্থীদের অধিকার: যাত্রী কল্যাণ সমিতি : গণপরিবহনে শিক্ষার্থী ও প্রতিবন্ধী যাত্রীদের ‘হাফ পাস’ নিশ্চিত করার দাবি তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, অর্ধেক ভাড়া শিক্ষার্থীদের দাবি নয়, বরং অধিকার। পাশাপাশি ঝুঁকি নিয়ে গণপরিবহনে দাঁড়িয়ে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিও জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। গতকাল সোমবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বিবৃতিতে বলা হয়, মহানগরীসহ শহরতলির বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণে ৭০ শতাংশ আসন গড় বোঝাই ধরে ভাড়া নির্ধারণ করা হয়। ফলে অবশিষ্ট ৩০ শতাংশ আসনের ভাড়া বাকি ৭০ শতাংশ যাত্রী পরিশোধ করেন। তাই ৩০ শতাংশ আসনে শিক্ষার্থী ও প্রতিবন্ধী যাত্রীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে।
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, যাত্রী প্রতিনিধি না রেখে ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের ভুল বুঝিয়ে নানা খাতে অযৌক্তিক ও অতিরিক্ত ব্যয় দেখাচ্ছেন বাসমালিকেরা। এভাবে একচেটিয়া ভাড়া বৃদ্ধি যাত্রীদের গলার কাঁটায় পরিণত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই ভাড়া পরিশোধ করে বাসে যাতায়াত করাটা নি¤œবিত্ত ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য দুরূহ হয়ে উঠেছে। অন্যদিকে, ঢাকা শহরে কথিত সিটিং ও গেটলক সার্ভিসের নামে ওয়েবিলে যাত্রীর মাথা গুনে গুনে পাঁচ কিলোমিটার যাতায়াতের ক্ষেত্রে ২৫ কিলোমিটারের ভাড়া আদায় করা হয়। স্বল্প দূরত্বের যাত্রীদের সরকার–নির্ধারিত ভাড়ার তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া আদায়ের কারণে নাগরিক জীবন বিষিয়ে উঠেছে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, পরিবহন খাতে হয়রানি থেকে মুক্তি পেতে জনগণ বিকল্প উপায় খুঁজছে। তাই শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে দাঁড়িয়ে চলাচলকারী যাত্রীদের অর্ধেক ভাড়ার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।
আশ্বাসে প্রত্যাহার হলো হাফ পাসের দাবির অবরোধ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ