ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিহত ৩

  • আপডেট সময় : ০৩:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গতকাল বুধবার বিকালে টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডে ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২’ নামের এই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভার পর কারখানার ভেতরে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন জহিরুল।
নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন নারী রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ‘ইউনি ওয়ার্ল্ড’ নামের জুতা তৈরির কারখানায় আগুন লাগে। প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাভার ও টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। কিন্তু কারখানাটিতে বিভিন্ন কেমিকেল ও দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
“প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুরো কারখানাটি পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, কারখানার ভিতর থেকে তিনটি লাশ পাওয়া গেছে। আগুন নেভানোর সময় দমকল সদস্য ও শ্রমিকসহ অন্তত দশ জন আহত হয়েছেন। আরও ভালো করে অনুসন্ধান চলছে। বস্ত্র ও পোশাক শিল্প লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম জানান, কারখানাটিতে ৩০ জন শ্রমিক কাজ করেন। আগুনে দগ্ধ হয়ে তিন জন মারা গেছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিহত ৩

আপডেট সময় : ০৩:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গতকাল বুধবার বিকালে টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডে ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২’ নামের এই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভার পর কারখানার ভেতরে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন জহিরুল।
নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন নারী রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ‘ইউনি ওয়ার্ল্ড’ নামের জুতা তৈরির কারখানায় আগুন লাগে। প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাভার ও টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। কিন্তু কারখানাটিতে বিভিন্ন কেমিকেল ও দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
“প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুরো কারখানাটি পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, কারখানার ভিতর থেকে তিনটি লাশ পাওয়া গেছে। আগুন নেভানোর সময় দমকল সদস্য ও শ্রমিকসহ অন্তত দশ জন আহত হয়েছেন। আরও ভালো করে অনুসন্ধান চলছে। বস্ত্র ও পোশাক শিল্প লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম জানান, কারখানাটিতে ৩০ জন শ্রমিক কাজ করেন। আগুনে দগ্ধ হয়ে তিন জন মারা গেছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।