ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আশা জাগিয়ে ফিরলেন বিজয়

  • আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরে ব্যাট হাতে ভালো ফর্মে আছেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৩ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেছেন ২০ রানের ইনিংস। তৃতীয় ও শেষ ম্যাচেও সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। কিন্তু তা পারলেন না আর। ১৫তম ওভারের চতুর্থ বল দেখেশুনে খেলতে পারেননি তিনি। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন। ৭১ বলে ৪ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৭৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারে রান আউট হয়ে ফিরতে হয়েছে তামিমকে। দলীয় ৪১ রানে এনগ্রাবার বল অফ সাইডে ঠেলে দিয়ে রান নেওয়ার জন্য সম্মতি দিয়েছিলেন বিজয়, কিন্তু পরে তিনি থেমে যান। ততক্ষণে নন স্ট্রাইকে থাকা তামিম অনেক দূর চলে গেছেন। তিনি ফেরার আগেই স্টাম্প ভাঙেন এনগ্রাবা। এরপর কোনো রান না করে নিজের প্রথম বলেই মাধাভেরের হাতে ক্যাচ তুলে দিয়ে ব্র্যাডলি ইভান্সের বলে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্তও। এরপর তার মতোই শূন্য রানে ফিরেছেন মুশফিকুর রহিম। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া বিজয় ৪৮ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে পূর্ণ করেন অর্ধশতক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আশা জাগিয়ে ফিরলেন বিজয়

আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরে ব্যাট হাতে ভালো ফর্মে আছেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৩ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেছেন ২০ রানের ইনিংস। তৃতীয় ও শেষ ম্যাচেও সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। কিন্তু তা পারলেন না আর। ১৫তম ওভারের চতুর্থ বল দেখেশুনে খেলতে পারেননি তিনি। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন। ৭১ বলে ৪ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৭৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারে রান আউট হয়ে ফিরতে হয়েছে তামিমকে। দলীয় ৪১ রানে এনগ্রাবার বল অফ সাইডে ঠেলে দিয়ে রান নেওয়ার জন্য সম্মতি দিয়েছিলেন বিজয়, কিন্তু পরে তিনি থেমে যান। ততক্ষণে নন স্ট্রাইকে থাকা তামিম অনেক দূর চলে গেছেন। তিনি ফেরার আগেই স্টাম্প ভাঙেন এনগ্রাবা। এরপর কোনো রান না করে নিজের প্রথম বলেই মাধাভেরের হাতে ক্যাচ তুলে দিয়ে ব্র্যাডলি ইভান্সের বলে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্তও। এরপর তার মতোই শূন্য রানে ফিরেছেন মুশফিকুর রহিম। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া বিজয় ৪৮ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে পূর্ণ করেন অর্ধশতক।