ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

আশাশুনির অপহৃত কিশোরী ১০ দিনেও উদ্ধার হয়নি

  • আপডেট সময় : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ছবি আজকের প্রত্যাশা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনা থানায় জানিয়েও প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। উল্টো অপহরণকারীরা অপহৃতের পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে।

অভিযোগসূত্রে জানা গেছে, আশাশুনির খরিয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সি কন্যাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার পীর আলী সরদারের পুত্র গোলাম কিবরিয়া। কিন্তু রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে ওই কিশোরীকে গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে কিশোরীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই কিশোরীর বাবা আব্দুর রউফ (মামলা নং ১৩১২, তাং-২৭/১০/২৫)। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কিবরিয়ার পরিবারের কাছে অপহরণের বিষয়ে জানাতে গেলে আব্দুর রউফসহ পরিবারের অন্য সদস্যদের বেধড়ক মারধরে আহত করা হয়। এ ছাড়া স্বজনদের কাছে ০১৮৫৫ ৪৪৩৭২০ মোবাইল নাম্বার থেকে কিবরিয়া দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে ‘মেয়ের মাংস মেপে নিও’ বলে হুমকি দিচ্ছে।

এদিকে অপহরণের ১০ দিন পার হলেও ওই কিশোরীর সন্ধান না পেয়ে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা দিশাহারা হয়ে পড়েছেন। অবিলম্বে তাকে উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

অভিযুক্ত গোলাম কিবরিয়ার ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জানতে আশাশুনি থানার ওসিকে (তদন্ত) ফোন করলে বলেন, একটু সময় দেন। কাগজপত্র দেখে বলবো।

কেএমএএ/সানা/আপ্র/০১/১১/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

আশাশুনির অপহৃত কিশোরী ১০ দিনেও উদ্ধার হয়নি

আপডেট সময় : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনা থানায় জানিয়েও প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। উল্টো অপহরণকারীরা অপহৃতের পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে।

অভিযোগসূত্রে জানা গেছে, আশাশুনির খরিয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সি কন্যাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার পীর আলী সরদারের পুত্র গোলাম কিবরিয়া। কিন্তু রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে ওই কিশোরীকে গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে কিশোরীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই কিশোরীর বাবা আব্দুর রউফ (মামলা নং ১৩১২, তাং-২৭/১০/২৫)। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কিবরিয়ার পরিবারের কাছে অপহরণের বিষয়ে জানাতে গেলে আব্দুর রউফসহ পরিবারের অন্য সদস্যদের বেধড়ক মারধরে আহত করা হয়। এ ছাড়া স্বজনদের কাছে ০১৮৫৫ ৪৪৩৭২০ মোবাইল নাম্বার থেকে কিবরিয়া দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে ‘মেয়ের মাংস মেপে নিও’ বলে হুমকি দিচ্ছে।

এদিকে অপহরণের ১০ দিন পার হলেও ওই কিশোরীর সন্ধান না পেয়ে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা দিশাহারা হয়ে পড়েছেন। অবিলম্বে তাকে উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

অভিযুক্ত গোলাম কিবরিয়ার ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জানতে আশাশুনি থানার ওসিকে (তদন্ত) ফোন করলে বলেন, একটু সময় দেন। কাগজপত্র দেখে বলবো।

কেএমএএ/সানা/আপ্র/০১/১১/২০২৫