শাহনেওয়াজ কবির ইমন
কিছু কথা, কিছু ব্যথা সযত্নে তোলা থাক;
যত কিছু মিথ্যে আশ্বাস পুড়ে হোক খাক।
কাব্যে, গল্পে, উপন্যাসে দুঃখ বিমূর্ত থাক;
সমস্ত সুখের বঞ্চনা ইতিহাসে ঠাঁই পাক।
যে ভালোবাসতে জানে সে কেন পোড়ায়?
যে পুড়তে জানে সে কেন প্রেমেতে জড়ায়?
পতঙ্গ সতত পোড়ে ওই প্রজ¦লিত আলোয়!
মানুষ যে পোড়ে শুধু না পাওয়ার বেদনায়।
কিছু ভাব, কিছু রাগ সযত্নেই তোলা থাক;
সব সাজানো আবেগ অন্তরেই জমা থাক।
পুঞ্জীভূত কষ্টগুলো মেঘ হয়ে উড়তে থাক;
বেদনার জলধারা দু’চোখেই শোভা পাক।
যে রাঙাতে জানে সে কেন আগুন জ্বালায়?
যে আগুন জ্বালে সে কেন নিজেকে কাঁদায়?
সব যেন এলোমেলো অজানা এক ইশারায়;
তথাপি মানুষ বাঁচে মিছে আশার দোটানায়।
আজকের প্রত্যাশা/কেএমএএ