ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

আশার দোটানা

  • আপডেট সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ কবির ইমন

কিছু কথা, কিছু ব্যথা সযত্নে তোলা থাক;
যত কিছু মিথ্যে আশ্বাস পুড়ে হোক খাক।
কাব্যে, গল্পে, উপন্যাসে দুঃখ বিমূর্ত থাক;
সমস্ত সুখের বঞ্চনা ইতিহাসে ঠাঁই পাক।

যে ভালোবাসতে জানে সে কেন পোড়ায়?
যে পুড়তে জানে সে কেন প্রেমেতে জড়ায়?
পতঙ্গ সতত পোড়ে ওই প্রজ¦লিত আলোয়!
মানুষ যে পোড়ে শুধু না পাওয়ার বেদনায়।

কিছু ভাব, কিছু রাগ সযত্নেই তোলা থাক;
সব সাজানো আবেগ অন্তরেই জমা থাক।
পুঞ্জীভূত কষ্টগুলো মেঘ হয়ে উড়তে থাক;
বেদনার জলধারা দু’চোখেই শোভা পাক।

যে রাঙাতে জানে সে কেন আগুন জ্বালায়?
যে আগুন জ্বালে সে কেন নিজেকে কাঁদায়?
সব যেন এলোমেলো অজানা এক ইশারায়;
তথাপি মানুষ বাঁচে মিছে আশার দোটানায়।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

আশার দোটানা

আপডেট সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শাহনেওয়াজ কবির ইমন

কিছু কথা, কিছু ব্যথা সযত্নে তোলা থাক;
যত কিছু মিথ্যে আশ্বাস পুড়ে হোক খাক।
কাব্যে, গল্পে, উপন্যাসে দুঃখ বিমূর্ত থাক;
সমস্ত সুখের বঞ্চনা ইতিহাসে ঠাঁই পাক।

যে ভালোবাসতে জানে সে কেন পোড়ায়?
যে পুড়তে জানে সে কেন প্রেমেতে জড়ায়?
পতঙ্গ সতত পোড়ে ওই প্রজ¦লিত আলোয়!
মানুষ যে পোড়ে শুধু না পাওয়ার বেদনায়।

কিছু ভাব, কিছু রাগ সযত্নেই তোলা থাক;
সব সাজানো আবেগ অন্তরেই জমা থাক।
পুঞ্জীভূত কষ্টগুলো মেঘ হয়ে উড়তে থাক;
বেদনার জলধারা দু’চোখেই শোভা পাক।

যে রাঙাতে জানে সে কেন আগুন জ্বালায়?
যে আগুন জ্বালে সে কেন নিজেকে কাঁদায়?
সব যেন এলোমেলো অজানা এক ইশারায়;
তথাপি মানুষ বাঁচে মিছে আশার দোটানায়।

আজকের প্রত্যাশা/কেএমএএ