অর্থ-বাণিজ্য ডেস্ক : খুলনার তেরখাদায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল রবিবার ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা শরাফত হোসেন মুফতি, তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান অহিদ, ইখড়িকাটিংগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা শারাফাত হোসেন টিপু এবং পানতিতা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল আব্দুল গাফফার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। এআইবিএল খুলনা জোনাল হেড ও এসভিপি মো. মজিবর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।