ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

আল আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে আহত ১৬৩

  • আপডেট সময় : ১২:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে


আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের জেরুজালেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৬৩ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এ সময় ছয় ইসরায়েলি পুলিশ কর্মকর্তাও আহত হন। আহত ব্যক্তিদের বেশির ভাগই আল আকসা মসজিদে ছিলেন। ইসরায়েলি পুলিশ সেখানে রাবার বুলেট ও গ্রেনেড ছোড়ে। আর ফিলিস্তিনিরা পাথর ও বোতল ছোড়ে।
বিবিসি গত শনিবারের খবরে বলা হয়, ইসরায়েলের দখল করা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করাকে কেন্দ্র করে দেশটিতে উত্তেজনা চলছে। দ্য রেড ক্রিসেন্ট সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য মাঠপর্যায়ে হাসপাতাল খুলেছে। আল আকসা মসজিদে গত শুক্রবার সন্ধ্যায় কয়েক হাজার মুসল্লি সমবেত হন। ইসরায়েলি পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ভেনেসল্যান্ড জেরুজালেমের পবিত্র স্থানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেম দখল করে আছে ইসরায়েল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আল আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে আহত ১৬৩

আপডেট সময় : ১২:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১


আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের জেরুজালেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৬৩ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এ সময় ছয় ইসরায়েলি পুলিশ কর্মকর্তাও আহত হন। আহত ব্যক্তিদের বেশির ভাগই আল আকসা মসজিদে ছিলেন। ইসরায়েলি পুলিশ সেখানে রাবার বুলেট ও গ্রেনেড ছোড়ে। আর ফিলিস্তিনিরা পাথর ও বোতল ছোড়ে।
বিবিসি গত শনিবারের খবরে বলা হয়, ইসরায়েলের দখল করা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করাকে কেন্দ্র করে দেশটিতে উত্তেজনা চলছে। দ্য রেড ক্রিসেন্ট সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য মাঠপর্যায়ে হাসপাতাল খুলেছে। আল আকসা মসজিদে গত শুক্রবার সন্ধ্যায় কয়েক হাজার মুসল্লি সমবেত হন। ইসরায়েলি পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ভেনেসল্যান্ড জেরুজালেমের পবিত্র স্থানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেম দখল করে আছে ইসরায়েল।