ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
জুলাই হত্যাকাণ্ডে আসামিদের জামিন হওয়ায় আসিফ নজরুলের পদত্যাগ দাবি

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন জুলাই শহীদ পরিবার ও আহতরা

  • আপডেট সময় : ০৯:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার সচিবালয়ের সামনের সড়কে জুলাই শহীদ পরিবার ও আহতদের বিক্ষোভ -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন ঘণ্টা সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থানের পর আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আগামী রোববারের (২৪ আগস্ট) মধ্যে আসামিদের জামিনের বিষয়ে আইন উপদেষ্টার ব্যাখ্যা ও পুলিশি হামলার ঘটনায় দৃশ্যমান বিচার না হলে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে অবস্থান কর্মসূচি তুলে নেন তারা। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। এরআগে বেলা সাড়ে ১২টা নাগাদ সচিবালয়ের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন এবং আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
এর আগে ১১টার আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং হত্যা মামলার আসামিদের জামিন দেওয়া বিচারকদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান নেন তারা। সড়ক ছেড়ে দেওয়ার সময় আন্দোলনকারীরা বলেন, জুলাই হত্যাকাণ্ডের আসামিরা কেন জামিন পাচ্ছেন, তা নিয়ে আইন উপদেষ্টাকে আগামী রবিবারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা প্রধান উপদেষ্টাকে জাতির সামনে প্রকাশ করতে হবে। আজকের কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দৃশ্যমান বিচারের দাবি জানান তারা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই হত্যাকাণ্ডে আসামিদের জামিন হওয়ায় আসিফ নজরুলের পদত্যাগ দাবি

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন জুলাই শহীদ পরিবার ও আহতরা

আপডেট সময় : ০৯:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন ঘণ্টা সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থানের পর আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আগামী রোববারের (২৪ আগস্ট) মধ্যে আসামিদের জামিনের বিষয়ে আইন উপদেষ্টার ব্যাখ্যা ও পুলিশি হামলার ঘটনায় দৃশ্যমান বিচার না হলে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে অবস্থান কর্মসূচি তুলে নেন তারা। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। এরআগে বেলা সাড়ে ১২টা নাগাদ সচিবালয়ের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন এবং আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
এর আগে ১১টার আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং হত্যা মামলার আসামিদের জামিন দেওয়া বিচারকদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান নেন তারা। সড়ক ছেড়ে দেওয়ার সময় আন্দোলনকারীরা বলেন, জুলাই হত্যাকাণ্ডের আসামিরা কেন জামিন পাচ্ছেন, তা নিয়ে আইন উপদেষ্টাকে আগামী রবিবারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা প্রধান উপদেষ্টাকে জাতির সামনে প্রকাশ করতে হবে। আজকের কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দৃশ্যমান বিচারের দাবি জানান তারা।