ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আলুর আড়তে ভোক্তার অভিযান

  • আপডেট সময় : ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরে লাগামহীন মূল্য বৃদ্ধিতে আলুর দাম নাগালের বাইরে চলে গেছে ভোক্তাদের। এই পরিস্থিতিতে আলুর বাজার তদারকিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। এরই অংশ হিসেবে শনিবার শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ও কারওয়ান বাজারের আলু-পেঁয়াজের আড়তে অভিযান চালান কর্মকর্তারা। এদিন মিরপুরে বাড়তি দামে বিক্রি, ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন আলু ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আলু পেঁয়াজের পাইকারি বাজারে কয়েক ব্যবসায়ীকে সতর্ক বার্তাও দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস সালাম। তিনি জানান, বাজার তদারকির এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়বিক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই সাধারণ মানুষ সুফল পাবেন। একই দিনে সকালে রাজধানীর কারওয়ান বাজারের আলুর আড়তে অভিযানটি পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। খুচরা পর্যায়ে এ মূল্য আরও বেড়ে যায়। এর আগে, গত শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলুর দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আলুর আড়তে ভোক্তার অভিযান

আপডেট সময় : ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরে লাগামহীন মূল্য বৃদ্ধিতে আলুর দাম নাগালের বাইরে চলে গেছে ভোক্তাদের। এই পরিস্থিতিতে আলুর বাজার তদারকিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। এরই অংশ হিসেবে শনিবার শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ও কারওয়ান বাজারের আলু-পেঁয়াজের আড়তে অভিযান চালান কর্মকর্তারা। এদিন মিরপুরে বাড়তি দামে বিক্রি, ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন আলু ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আলু পেঁয়াজের পাইকারি বাজারে কয়েক ব্যবসায়ীকে সতর্ক বার্তাও দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস সালাম। তিনি জানান, বাজার তদারকির এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়বিক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই সাধারণ মানুষ সুফল পাবেন। একই দিনে সকালে রাজধানীর কারওয়ান বাজারের আলুর আড়তে অভিযানটি পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। খুচরা পর্যায়ে এ মূল্য আরও বেড়ে যায়। এর আগে, গত শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলুর দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।