ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

আলী দাইয়ির আরও কাছে রোনালদো

  • আপডেট সময় : ১২:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ১৭১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আর মাত্র ৬ গোল করলেই ইরানের কিংবদন্তি স্ট্রাইকার আলী দাইয়িকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হবেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইসরায়েলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ইউরোর মূল পর্বে নামার আগে প্রস্তুতি সেরে নেওয়ার এই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ উইঙ্গার। পর্তুগিজদের বড় ব্যবধানে এই জয়ের নায়ক অবশ্য রোনালদো নন, দুই গোল আর এক অ্যাসিস্টের মাধ্যমে জয়ের নায়ক বনে গেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে ম্যাচে এক গোল করে রোনালদো ঠিকই এগিয়ে গেলেন অনন্য রেকর্ডের দিকে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনও ইরানের আলী দাইয়ির দখলে। জাতীয় দলের জার্সিতে ১০৯টি গোল করেছিলেন তিনি। অন্যদিকে রোনালদোর বর্তমান গোলসংখ্যা ১০৪টি। অর্থাৎ, দাইয়িকে ছাড়িয়ে যেতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৬ গোল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আলী দাইয়ির আরও কাছে রোনালদো

আপডেট সময় : ১২:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : আর মাত্র ৬ গোল করলেই ইরানের কিংবদন্তি স্ট্রাইকার আলী দাইয়িকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হবেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইসরায়েলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ইউরোর মূল পর্বে নামার আগে প্রস্তুতি সেরে নেওয়ার এই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ উইঙ্গার। পর্তুগিজদের বড় ব্যবধানে এই জয়ের নায়ক অবশ্য রোনালদো নন, দুই গোল আর এক অ্যাসিস্টের মাধ্যমে জয়ের নায়ক বনে গেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে ম্যাচে এক গোল করে রোনালদো ঠিকই এগিয়ে গেলেন অনন্য রেকর্ডের দিকে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনও ইরানের আলী দাইয়ির দখলে। জাতীয় দলের জার্সিতে ১০৯টি গোল করেছিলেন তিনি। অন্যদিকে রোনালদোর বর্তমান গোলসংখ্যা ১০৪টি। অর্থাৎ, দাইয়িকে ছাড়িয়ে যেতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৬ গোল।