নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশের মাথাপিছু ঋণ বিষয়ে এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।
বাংলা ও ইংরেজিতে টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার দেশকে সর্বদা স্বনির্ভর করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে। অবিরাম দুর্নীতি ও দুঃশাষণ অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষকে করছে গরিব। আসুন দেশকে বাঁচাই।
মির্জা ফখরুল টুইট বার্তায় বলেন— #ইধহমষধফবংয’ং ঢ়বৎ পধঢ়রঃধ ফবনঃ রং ধনড়ঁঃ ৮৫ ঃযড়ঁংধহফ ঃধশধ. চৎবং. তরধ ্ ইবমঁস তরধ ঃৎরবফ ঃড় নঁরষফ ঃযব বপড়হড়সু ংবষভ-ৎবষরধহঃ. অখ পধৎৎরবং রঃং ষবমধপু ড়ভ নড়ঃঃড়সষবংং নধংশবঃ পধংব. জধসঢ়ধহঃ পড়ৎৎঁঢ়ঃরড়হ ্ সরংৎঁষব ফবংঃৎড়ুবফ ঃযব বপড়হড়সু ্ পৎবধঃবফ হবাবৎ বহফরহম ঢ়ড়াবৎঃু. খবঃ’ং ংধাব ড়ঁৎ পড়ঁহঃৎু.
আ’লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে জোরদার করছে: ফখরুল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ