ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

আলীকদমের সেই নারী ইউএনওকে ঢাকায় বদলি

  • আপডেট সময় : ০২:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভেঙে আলোচনায় আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে। ইউএনও হিসেবে পদায়নের জন্য তার চাকরি ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সেই ম্যাচে ‘আবাসিক জুনিয়র একাদশ’ বনাম ‘রেপারপাড়া বাজার একাদশ’ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা শেষে ফল নিয়ে দুই দলের মধ্যে দ্বন্দ্ব বাধে। প্রধান অতিথি হিসেবে খেলার সমাপনী বক্তব্যের এক পর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে বিজয়ী ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে সমালোচনা হয়। ঘটনার পরদিন ইউএনওর অপসারণের দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে ‘আলীকদম উপজেলা সর্বসাধারণ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীকদমের সেই নারী ইউএনওকে ঢাকায় বদলি

আপডেট সময় : ০২:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভেঙে আলোচনায় আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে। ইউএনও হিসেবে পদায়নের জন্য তার চাকরি ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সেই ম্যাচে ‘আবাসিক জুনিয়র একাদশ’ বনাম ‘রেপারপাড়া বাজার একাদশ’ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা শেষে ফল নিয়ে দুই দলের মধ্যে দ্বন্দ্ব বাধে। প্রধান অতিথি হিসেবে খেলার সমাপনী বক্তব্যের এক পর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে বিজয়ী ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে সমালোচনা হয়। ঘটনার পরদিন ইউএনওর অপসারণের দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে ‘আলীকদম উপজেলা সর্বসাধারণ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়।